রাজ্য সরকারের কর্মসূচি অনুযায়ী ৯ মাস বয়সের শিশু থেকে ১৫ বছর বয়স পর্যন্ত কিশোর-কিশোরীদের এই টিকা দেওয়া হবে। সোমবার দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে দুর্গাপুর স্টিল টাউনশিপের তিনটি বেসরকারি স্কুলের খুদে পড়ুয়াদের প্রথম টিকা দেওয়া হয়। স্কুলে টিকাকরণ অভিযান শুরুর সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার পুর প্রশাসক বোর্ডের প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও হাজির ছিলেন, পুর প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি। অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, দুর্গাপুরের প্রায় ৩৬৬ টি স্কুল এই টিকা দেওয়ার জন্য নথিভুক্ত হয়েছে। এদিন টাউনশিপের সুরেন চন্দ্র মর্ডান স্কুল, ডিএভি স্কুল এবং প্রমানন্দ স্কুলে পড়ুয়াদের টিকা দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: হুগলিতে ১১ লক্ষ শিশু-কিশোরকে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে
অন্যদিকে, এদিন কাঁকসাতেও শুরু হয় টিকাকরণ অভিযান। কাঁকসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা পড়ুয়াদের টিকা দেন। কাঁকসা ব্লকের যে বিদ্যালয়গুলিতে টিকাকরণ শিবির করা হয়েছিল, তার প্রতিটিই পরিদর্শন করেন স্বাস্থ্য ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। কাঁকসা ব্লকের স্বাস্থ্য আধিকারিক বিপ্লব মণ্ডল জানান, সকাল ১০ টা থেকে টিকা দেওয়ার কাজ শুরু হয়। বিকেল ৪ টে পর্যন্ত এই টিকাকরণ প্রক্রিয়া চলে।
নয়ন ঘোষ