TRENDING:

West Bardhaman News: পশ্চিম বর্ধমানে নির্বিঘ্নেই মিটল প্রথম দিনের টিকাকরণ অভিযান

Last Updated:

হাম ও রুবেলা ভাইরাসের টিকাকরণ অভিযান সোমবার থেকে শুরু হয়েছে। পশ্চিম বর্ধমান জেলাতেও প্রথম দিনের টিকাকরণ অভিযান শান্তিপূর্ণভাবে শেষ হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান: রাজ্যজুড়ে সোমবার শুরু হয়েছে হাম ও রুবেলা ভাইরাসের টিকাকরণ অভিযান। শিশু ও কিশোরদের মধ্যে চলা এই টিকাকরণ অভিযান পশ্চিম বর্ধমান জেলাতেও সাফল্যের সঙ্গে শুরু হয়। জেলার ২২৮৬ টি বেসরকারি ও সরকারি স্কুলে প্রায় ৬ লক্ষ শিশু ও কিশোরকে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি এই কথা জানান। রাজ্য সরকার তথা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ সপ্তাহব্যাপী বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে এই টিকা দেওয়ার কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে।
হাম-রুবেলার ভ্যাকসিনেশন শুরু
হাম-রুবেলার ভ্যাকসিনেশন শুরু
advertisement

রাজ্য সরকারের কর্মসূচি অনুযায়ী ৯ মাস বয়সের শিশু থেকে ১৫ বছর বয়স পর্যন্ত কিশোর-কিশোরীদের এই টিকা দেওয়া হবে। সোমবার দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে দুর্গাপুর স্টিল টাউনশিপের তিনটি বেসরকারি স্কুলের খুদে পড়ুয়াদের প্রথম টিকা দেওয়া হয়। স্কুলে টিকাকরণ অভিযান শুরুর সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার পুর প্রশাসক বোর্ডের প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও হাজির ছিলেন, পুর প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি। অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, দুর্গাপুরের প্রায় ৩৬৬ টি স্কুল এই টিকা দেওয়ার জন্য নথিভুক্ত হয়েছে। এদিন টাউনশিপের সুরেন চন্দ্র মর্ডান স্কুল, ডিএভি স্কুল এবং প্রমানন্দ স্কুলে পড়ুয়াদের টিকা দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন: হুগলিতে ১১ লক্ষ শিশু-কিশোরকে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে

অন্যদিকে, এদিন কাঁকসাতেও শুরু হয় টিকাকরণ অভিযান। কাঁকসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা পড়ুয়াদের টিকা দেন। কাঁকসা ব্লকের যে বিদ্যালয়গুলিতে টিকাকরণ শিবির করা হয়েছিল, তার প্রতিটিই পরিদর্শন করেন স্বাস্থ্য ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। কাঁকসা ব্লকের স্বাস্থ্য আধিকারিক বিপ্লব মণ্ডল জানান, সকাল ১০ টা থেকে টিকা দেওয়ার কাজ শুরু হয়। বিকেল ৪ টে পর্যন্ত এই টিকাকরণ প্রক্রিয়া চলে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: পশ্চিম বর্ধমানে নির্বিঘ্নেই মিটল প্রথম দিনের টিকাকরণ অভিযান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল