TRENDING:

West Burdwan News : কুকুর মারতে হাতে বন্দুক তুলে নিলেন বৃদ্ধ! তুলকালাম কাণ্ড , সিসিটিভি বন্দি ঘটনা!

Last Updated:

নিরীহ পথ কুকুরদের আনাগোনা বন্ধ করতে বন্দুক নিয়ে তাদের নিশানা বানিয়েছিলেন এক বৃদ্ধ। আবাসনে সারমেয়দের আনাগোনা বন্ধ করতে হত্যার চেষ্টা করেছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, #পশ্চিম বর্ধমান: সবক শেখাতে এয়ারগান হাতে নিয়ে বৃদ্ধের দাপাদাপির সিসিটিভি ফুটেজ দেখে চমকে গিয়েছে শহর আসানসোলের মানুষজন। বিশেষ করে বন্দুকের নলের নিরীহ টার্গেট দেখে রীতিমতো ক্ষোভ এবং নিন্দায় ফেটে পড়ছেন সকলে। নিরীহ পথ কুকুরদের আনাগোনা বন্ধ করতে বন্দুক নিয়ে তাদের নিশানা বানিয়েছিলেন এক বৃদ্ধ। আবাসনে যাতে ওই নিরীহ সারমেয়দের আনাগোনা বন্ধ করা যায়, তার জন্য তাদের 'হত্যার' চেষ্টা করেছিলেন তিনি।
advertisement

আসানসোলের একটি আবাসনের এমন ঘটনায় চমকে উঠেছেন স্থানীয়রা। কীভাবে একজন মানুষ নিরীহ প্রাণীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ করতে পারেন, তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। এই ঘটনা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। চালিয়েছেন সচেতনতামূলক প্রচার। যদিও ওই বৃদ্ধের নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ফুটেজটি প্রকাশ্যে আনা হয়নি।

আরও পড়ুন Murshidabad News: শারীরিক প্রতিবন্ধকতা দূরে সরিয়ে মহাকাশ চেনার স্বপ্নে বিভোর আলম

advertisement

উল্লেখ্য, আসানসোলের হিল ভিউ রোডের একটি আবাসনে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। অমানবিক ঘটনা আসানসোলের হিলভিউয়ে। সিসিটিভিতে গুলি করে কুকুরদের হত্যা করার দৃশ্যের ছবি সামনে আসতেই হইচই বেঁধেছে। ওই আবাসনেই থাকেন বিশিষ্ট ব্যবসায়ী সোমনাথ বিসওয়াল। তিনি ও তার স্ত্রী প্রেমলতা বিসওয়াল বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। প্রেমলতা বিসওয়াল জানিয়েছেন, আমরা কুকুরগুলিকে রোজ খাওয়াই। ওরা রাস্তার কুকুর।দেখলেই মায়া লাগে।কিন্তু আমাদের আবাসনের লোকজন গরম জল ঢালে কুকুরদের ওপর। ইঁট মারে। বিষ খাইয়ে মারতে চেয়েছিল। এবার গুলি করতেও গেল। এমন অমানবিক ব্যবহার দেখে ক্ষোভ উপড়ে দিয়েছেন তিনি।

advertisement

View More

আরও পড়ুন South 24 Paraganas News: আলমারির ভিতর জমিয়ে রাখা বোমা! ১২ টি বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

অন্যদিকে, ওই আবাসনের মানুষজনদের সচেতন করতে একটি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা আবাসনে যান। তারা স্থানীয়দের সচেতন করতে প্রচার চালান। পশুপ্রেমী সংগঠনের সদস্যা মহুয়া ঘোষ জানিয়েছেন, আমরা আবাসনের প্রত্যেকটি আবাসিককে জানিয়ে দিয়েছি পথ-সারমেয়দের ওপর অত্যাচার করলে আইনগতভাবে কি সমস্যা তাদের হতে পারে। তারা যদি এরপরেও এটা বন্ধ না করেন, তাহলে আগামী দিনে আমরা আইনগতভাবেই তাদের বিরুদ্ধে অভিযোগ আনব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : কুকুর মারতে হাতে বন্দুক তুলে নিলেন বৃদ্ধ! তুলকালাম কাণ্ড , সিসিটিভি বন্দি ঘটনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল