মকর সংক্রান্তি উপলক্ষে রবিবার কাঁকসার সিলামপুরে দামোদর নদের পাড়ে মকর স্নান করার জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছেন ভক্তরা। কাঁকসা সহ পানাগড় ও আশেপাশের বহু গ্রামের মানুষ দামোদর নদে মকরের পূর্ণ স্নান করেছেন।
আরও পড়ুন - ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী,চলছে জোর প্রস্তুতি
যদিও আগে থেকেই দুর্গাপুর ব্যারেজ থেকে দামোদর নদে জল ছাড়ার পরিমাণ কম রাখা হয় মকর সংক্রান্তির আগে। এর ফলে দামোদর নদে জলের স্রোত তেমন ছিল না। যদিও দুর্ঘটনা রুখতে, গোটা দামোদর নদের ঘাটের চার পাশে কড়া নজরদারি ছিল পুলিশের। মোতায়ন করা হয়েছিল কাঁকসা থানার পুলিশ কর্মীদের।
advertisement
আরও পড়ুন - সাজানো হল স্ত্রী ও শ্যালিকা গুপ্তধণের সন্ধানে পুলিশের কামাল ব্লু প্রিন্ট, কোটি টাকার জিনিস নিয়ে বড় খোঁজ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কয়েক বছর এই ঘাটে করতে মকর স্নান করতে গিয়ে একাধিক দুর্ঘটনা হয়েছে। যার কারণে পুলিশ কর্মীরা, বারবার মাইকিং করে পুণ্যার্থীদের গভীর জলে না নামার জন্য সচেতন করেছেন। জলের স্রোত কম থাকলেও দুর্ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এই পদক্ষেপ করেছে। তাছাড়া গত দু'বছর করোনার জন্য তেমনভাবে মকর স্নানের ভিড় দেখা যায়নি। তবে এবছর বেলা যত বেড়েছে, সঙ্গেসঙ্গে মকর স্নানের জন্য পুণ্যার্থীদের ভিড় বাড়তে দেখা গিয়েছে সিলামপুর সংলগ্ন দামোদর ঘাটে।
Nayan Ghosh