জেলা যতগুলি পুরনো পুজো হয়, তার মধ্যে অন্যতম আসানসোল গ্রামের পুজো। এখানে নব দুর্গার পুজো হয়। অর্থাৎ একসঙ্গে হয় ন’টি দুর্গা পুজো। তার মধ্যে আটটিতে হয় প্রতিমা পুজো এবং একটিতে হয় ঘট পুজো। আর এই ন’টি দুর্গাপুজোর নবপত্রিকা আনা হয় একসঙ্গে।
আরও পড়ুন: পুজো পরিক্রমা অসহায় প্রবীণদের! পুলিশের ‘নমন’! খাওয়া-দাওয়া থেকে ঠাকুর দেখা!
advertisement
স্থানীয় রামশায়ের থেকে আসে নবপত্রিকা। বহুদিন ধরে চলে আসছে এই প্রথা। এবছরও তার অন্যথা হল না। আর এই নবপত্রিকা আগমন দেখতে সকাল থেকেই ছিল মানুষের ভিড়।
যদিও শুধুমাত্র আসানসোল নয়। জেলায় সব জায়গাতেই নবপত্রিকা আনার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপুজো। উল্লেখ্য দেবী মহামায়ার পুজোয় নব পত্রিকার মাধ্যমে করা হয় প্রকৃতির পুজো। পুজোর শুরু অর্থাৎ মহাসপ্তমীতে এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। স্বাভাবিকভাবেই প্রাচীন বনেদী পুজো হোক বা থিমের পুজো, সব জায়গাতেই নবপত্রিকা আনার জন্য সকাল থেকে ছিল ব্যস্ততা।
অন্যদিকে মহা সপ্তমী থেকে কার্যত উৎসবের মেজাজে মেতে উঠেছেন মানুষজন। সকালে শাস্ত্র মতে পুজোর পর মানুষজনের বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে। পুজোর সঙ্গে সঙ্গে পেট পুজোর জন্য রয়েছে পছন্দের রেস্তোরাঁ। ঠাকুর দেখতে যাওয়ার জন্য রয়েছে লম্বা লিস্ট। সবমিলিয়ে প্রথম থেকেই জমজমাট পুজো। দেবীর কাছে শুধু প্রার্থনা, যেন বৃষ্টি এসে উৎসবের এই দিনগুলিকে মাটি না করে।
Nayan Ghosh