উপনির্বাচনের দিনে বেলার দিকে রাজ্য সরকারের স্টিকার লাগানো একটি গাড়িতে করে খাবারের প্যাকেট বিলি করতে দেখা গিয়েছে। আসানসোলের কল্যাণপুর হাউসিং এ সরকারি স্টিকার লাগানো গাড়িতে করে খাবার বিলি করা হয়েছে। প্যাকেট বন্দি করে পাঠানো হয়েছে রুটি, মাংস এবং মিষ্টি। যদিও গাড়ি চালক বা গাড়িতে থাকা ব্যক্তিরা সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে মুখ খুলতে চান নি। উল্টে তিনি সংবাদমাধ্যমকে এড়িয়ে গাড়ি নিয়ে চলে গিয়েছেন। যা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও এ বিষয়ে খাবার বিলি করা একজন জানিয়েছেন, এলাকার গরিব মানুষদের জন্য এই খাবার বিলি করা হচ্ছে। তবে খাবার বিলি করার কাজে কেন সরকারি স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে সদুত্তর দিতে পারেন নি কেউই।
advertisement
অন্যদিকে, জামুড়িয়ায় নির্বাচনের দিন বেলার দিকে নকুলদানা এবং গুড় বাতাসা বিলি করতে দেখা গিয়েছে। নকুলদানা এবং গুড় বাতাসা বিলির কথা এর আগে বহুবার শোনা গিয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মুখে। অনুব্রত মণ্ডল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন সামলানোর বড় দায়িত্ব পেয়েছিলেন দলের তরফ থেকে। যদিও তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে দলের নেতাদের নির্বাচনের দিন বেলার দিকে নকুলদানা এবং গুড় বাতাসা বিলি করতে দেখা গিয়েছে। উদ্যোক্তা তৃণমূল নেতারা বলছেন, এর মাধ্যমে কোন ভোটারদের প্রভাবিত করা হচ্ছে না। গরমের দিন ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছেন। যাওয়া-আসা করছেন রোদ মাথায় নিয়ে। তাই তাদের সেবা করার জন্য নকুলদানা এবং গুড় বাতাসা বিলি করা হচ্ছে। তবে এই বিষয়টিও ভালো চোখে দেখছেন না বিরোধীরা।
Nayan Ghosh