TRENDING:

Kazi Nazrul University: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে লাগাতার আন্দোলন-বিক্ষোভ! অবশেষে যা আশ্বাস মিলল

Last Updated:

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই ফি অনেক কম। উপাচার্যের সঙ্গে ছাত্র প্রতিনিধিরা বৈঠকে বিষয়টি তুলে ধরেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : বিগত এক মাসের বেশি সময় ধরে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা জারি রয়েছে। উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আন্দোলন, প্রতিবাদে সামিল হয়েছেন শিক্ষা কর্মী থেকে শুরু করে পড়ুয়ারা। এমতাবস্থায় হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয় ঢুকছেন উপাচার্য। এমন কঠিন পরিস্থিতিতে জট মুক্তির চেষ্টা চালাচ্ছেন তিনি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স এবং প্লেসমেন্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা আশ্বাস দিয়েছেন উপাচার্য।
advertisement

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অনেকদিনের অভিযোগ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় যে সমস্ত প্রফেশনাল কোর্সগুলি করানো হয়, তার জন্য ফি নেওয়া হয় অনেকটাই বেশি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই ফি অনেক কম। উপাচার্যের সঙ্গে ছাত্র প্রতিনিধিরা বৈঠকে বিষয়টি তুলে ধরেন। তারপরেই এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি বৈঠক করার কথা আশ্বাস দিয়েছেন তিনি। এই বিষয়ে একটি কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

advertisement

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্লেসমেন্ট নিয়েও একটি অভিযোগ ছিল। প্লেসমেন্ট হলেও, তা পর্যাপ্ত নয় বলে দাবি ছিল পড়ুয়াদের। সেই বিষয়টিও উপাচার্যের সঙ্গে বৈঠকে তুলে ধরা হয়। প্লেসমেন্ট এর বিষয়টি নিয়ে উপাচার্য আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

View More

আরও পড়ুন: শহরে মুম্বইয়ের শিল্পী সলমান! দুর্গাপুরে সংগীত সন্ধ্যায় উপচে পড়া ভিড়

advertisement

যদিও উপাচার্যের সঙ্গে এই বৈঠকে সমস্ত ডিপার্টমেন্টের পড়ুয়ারা যোগ দেননি। অনেকে উপাচার্যের বিরুদ্ধে এখনও ক্ষোভ উগরে দিচ্ছেন। কিন্তু এই বৈঠক দেখে অনেকেই মনে করছেন, বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনের আবহ জারি রয়েছে, সেই পরিস্থিতিতে জট মুক্তির চেষ্টা চালাচ্ছেন উপাচার্য। তবে এখনও নিজেদের দাবিগুলি নিয়ে অনড় রয়েছেন আন্দোলনরত শিক্ষা কর্মী এবং পড়ুয়ারা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Kazi Nazrul University: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে লাগাতার আন্দোলন-বিক্ষোভ! অবশেষে যা আশ্বাস মিলল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল