বনকাটি ও ডাঙ্গাল এলাকার বাস স্ট্যান্ড থেকে শুরু করে গ্রামের রাস্তায় পথবাতি না থাকার কারণে আতঙ্কের মধ্যেই বাড়ি ফিরতে হয় মহিলাদের। তাই এলাকায় যাতে পথবাতির ব্যবস্থা করা যায়, সেই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম এর কাছে আবেদন করেন এলাকার তরুণীরা ও মহিলারা। ডাঙ্গাল এলাকার মানুষের সমস্যার কথা শুনে পুলিশ কমিশনার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।
advertisement
তিনি এই বিষয়ে ডাঙ্গাল গ্রাম থেকেই কাঁকসার যুগ্ম ব্লক আধিকারিকের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। পুলিশ কমিশনার দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় খুশি এলাকার মহিলারা। তারা জানিয়েছেন, তাদের মেয়েরা লেখাপড়ার জন্য বাইরে যায়। ফেরার সময় সন্ধ্যা হয়ে গেলে, অন্ধকারের মধ্যে রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হয় তাদের। ফলে আতঙ্কের মধ্যে থাকতে হয় অভিভাবকদের।
আরও পড়ুনঃ অভিনব ব্যাপার! শিবের মাথায় জল ঢালতে পাইপ লাইন!
পুলিশ কমিশনারের দ্রুত উদ্যোগে রাস্তায় পথ বাতি লাগানো হলে, নিশ্চিন্তে নিরাপদে এলাকার মেয়েরা বাড়ি ফিরতে পারবে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য এদিন বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের সূচনা করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা, কাঁকসার আইসি সন্দীপ চট্টরাজ এবং কাঁকসার এসিপি সহ পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুনঃ বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা দুর্গাপুরে, উদ্বোধন পঞ্চায়েত মন্ত্রীর
তাছাড়াও বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদি, কাঁকসার বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা হাজির হয়েছিলেন সেখানে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাঁকসা বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদী জানিয়েছেন, প্রশাসনের সহযোগিতায় আজ বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে ডাঙ্গাল এলাকায়। অনুষ্ঠানকে কেন্দ্র করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। পাশাপাশি তাদের মধ্যে লক্ষণীয়ভাবে রয়েছে উৎসাহ উদ্দীপনা।
Nayan Ghosh