কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত বীরগাথা সেমিনারে প্রথম স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণীর এই পড়ুয়া। অষ্টম শ্রেণীর এই পড়ুয়ার নাম জিষ্ণু ঘোষ। দুর্গাপুর পাবলিক স্কুলের ছাত্র, বাড়ি দুর্গাপুরেই (West Bardhaman News)। সম্প্রতি দিল্লি থেকে সে তার স্বীকৃতি পাওয়ার কথা জানতে পেরেছে। সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে আঁকা এই ছবির স্বীকৃতির জন্য, আনন্দে আত্মহারা জিষ্ণুর পরিবারের লোকজন।
advertisement
গত বছর ২০২১ সালে প্রতিরক্ষা মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের যৌথ উদ্যোগে বীরগাথার আয়োজন করা হয়। পড়ুয়াদের জন্য আয়োজিত এই বীরগাথায় অংশগ্রহণ করেছিল গোটা দেশের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। বেশ কয়েকটি বিভাগ রাখা হয়েছিল এই বীরগাথা প্রোগ্রামে। ভারতের সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে তথ্যচিত্র, ছবি, কবিতা ইত্যাদি জমা দেওয়ার আহ্বান করা হয়েছিল পড়ুয়াদের। প্রথম স্থানাধিকারীদের জন্য ঘোষণা করা হয়েছিল নগদ পুরস্কার। সেই অনুষ্ঠানে অংশ নিয়েই স্বীকৃতি পেয়েছে দুর্গাপুরের জিষ্ণুর আঁকা এই ছবি।
জিষ্ণুর আঁকা একটি ছবিতে স্থান পেয়েছে অনেক কিছু। প্রথমত, জিষ্ণুর আঁকা ছবিতে স্থান পেয়েছেন দুই স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু এবং ভগৎ সিং। তাছাড়াও স্থান পেয়েছেন এক প্রাক্তন জেনারেল। পাশাপাশি, সেনাবাহিনীর বলিদানের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন সৈনিক আহত হয়েও মাতৃভূমিকে রক্ষা করার কাজ চালিয়ে যাচ্ছেন (West Bardhaman News)। অন্যদিকে, এই বীর শহীদদের পুজো করছে সেনাবাহিনী এবং দেশের মানুষ। তাছাড়া সেখানে ভারতের প্রতীক হিসাবে ইন্ডিয়া গেটের ছবি তুলে ধরা হয়েছে। বেশ কয়েকটি চিত্রকে এক জায়গায় প্রতিস্থাপন করে আঁকা ছবি নজর কেড়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। এই ছবির জন্যই বীরগাথার প্রথম ২৫ জন জয়ীর মধ্যে নাম তুলে নিয়েছে জিষ্ণু ঘোষ।
উল্লেখ্য, প্রতিরক্ষা মন্ত্রক ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যৌথভাবে এই বীরগাথার আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রথম ২৫ জনকে, নগদ ২৫ হাজার টাকা করে পুরস্কার তুলে দেওয়া হবে। তাছাড়াও তাদের আমন্ত্রণ জানানো হবে প্রজাতন্ত্র দিবসের দিল্লির প্যারেডে। তবে জিষ্ণু, নগদ মূল্যের পুরস্কারের থেকেও প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে পাওয়া এই স্বীকৃতিকে বড় করে দেখছে। এই প্রথম সে জাতীয় স্তরে তার ছবি আঁকার জন্য কোন স্বীকৃতি পেল বলে জানিয়েছে (West Bardhaman News)।
জিষ্ণু জানিয়েছে, তার ছোটবেলা থেকেই আঁকার প্রতি আগ্রহ রয়েছে। পড়াশোনার পাশাপাশি সে অঙ্কনের কাজ চালিয়ে যায়। তার মা একজন অঙ্কন শিক্ষিকা। তার কাছ থেকে প্রশিক্ষণ নেয় জিষ্ণু। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ছবি আঁকা প্র্যাকটিস করে সে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছে। তবে জাতীয় স্তরে এই প্রথম স্বীকৃতি পেল তার আঁকা ছবি। এই জন্য জিষ্ণু কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক, নিজের স্কুল এবং মা-কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে। বিষ্ণুর এই সাফল্যে খুশি তার পরিবারের লোকজনও। আগামীদিনে জিষ্ণু তার ছবি আঁকার কাজ, আরও ভালোভাবে চালিয়ে যেতে চায়।
Nayan Ghosh