বিশেষ করে রাখির দোকানগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত রাখির বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে বহুল পরিমাণে। ক্রেতারাও বলছেন রাখির দাম অনেক বেশি। আর বিক্রেতাদের দাবি ক্রেতাদের পাওয়া যাচ্ছে না। ফলে বিপুল পরিমাণ সম্ভার সাজিয়ে রেখেও, ব্যবসা নিয়ে চিন্তিত তারা।
আরও পড়ুন: আলিপুর জেলে মন্ত্রিসভার বৈঠক হবে! সুকান্ত মজুমদারের মন্তব্যে তীব্র শোরগোল
advertisement
বিগত কয়েক বছর ধরেই দেখা যায় নিত্য নতুন হাল ফ্যাশনের রাখির সঙ্গে বিভিন্ন রকম রাজনৈতিক দলের সমর্থনেও রাখি পাওয়া যায় বাজারগুলিতে। সমাজ বিশেষজ্ঞরা বলছেন, রাখির মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন, সম্পর্কের বন্ধন তৈরি হয়। সম্পর্কের দৃঢ়তা তৈরি করতে রাখিবন্ধন উৎসবে মেতে ওঠেন অনেকে। কিন্তু সেই জায়গায় যদি রাজনৈতিক ছাপ উঠে আসে, তাহলে রাখিতেও বিভেদের সৃষ্টি হবে রাজনৈতিকভাবে। রাখি উৎসবের দিনে রাজনৈতিক বিভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মেতে ওঠার অনুরোধ করছেন তারা।
আরও পড়ুন: মল্লারপুরের দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, দিলেন জনস্বার্থ মামলার হুমকি!
অন্যদিকে, বিক্রেতারা বলছেন চলতি বছরে বিপুল পরিমাণ রাখির সম্ভার সাজিয়ে রেখেও, সেই অর্থে ব্যবসা ভালো চলছে না। রাখি উৎসবের আগেই মহরম চলে আসায়, বিক্রি অনেক কম হয়েছে। স্বাভাবিকভাবেই তারা চিন্তিত। বিপুল পরিমাণ রাখি কীভাবে বিক্রি হবে, তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না তারা। অন্যদিকে ক্রেতারা বলছেন, নিত্যনতুন নানা রকমের রাখি থাকলেও, তার দাম বিগত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। অনেকেই পকেট ফ্রেন্ডলি রাখির দিকে ঝুঁকছেন। সে জায়গায় পছন্দ সত্বেও অনেকে বাড়ি নিয়ে যাচ্ছেন না দামি রাখি। আর দোকানে ক্রেতাদের ভিড় না দেখে ব্যবসায়ীরাও রীতিমতো চিন্তিত।