মল্লারপুরের দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক শুভেন্দু, দিলেন জনস্বার্থ মামলার হুঁশিয়ারি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Suvendu Adhikari: মঙ্গলবার সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় চালক ও আট জন মহিলা যাত্রীর। মৃতরা প্রত্যেকেই আদিবাসী মহিলা।
#মল্লারপুর: বীরভূমে অটো এবং বাসের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মৃতদের পরিবারপিছু দু'লাখ টাকা করে অর্থ সাহায্য ঘোষণাও করেছেন তিনি। মৃতদের শেষকৃত্যের জন্যও অর্থ সাহায্যের ঘোষণা করেছেন তিনি। এদিকে, এরই মধ্যে ওই দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী ওই দুর্ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা করার হুঁশিয়ারিও দেন তিনি।
এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্যুইটে যে সরকারি বাসের সঙ্গে অটোর দুর্ঘটনা ঘটেছিল সেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের ফিটনেস সার্টিফিকেটই 'মৃত' বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না করে ঘটনা ধামাচাপা দিলে আদালতে জনস্বার্থ মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিরোধী দলনেতার তরফে। শুভেন্দু অধিকারী বাসের ফিটনেস সার্টিফিকেট যে 'মৃত' তার তথ্য প্রমাণও নিজের ট্যুইটে (এই তথ্য প্রমাণ যাচাই করেনি News 18 Bangla) সামনে আনেন।
advertisement
advertisement
The women were poor day labourers, returning home after a day's work of planting paddy in the field. The man was driving the autorickshaw. Investigation must be done to identify the guilty & punish them. If WB Govt tries to cover up, a Public Interest Litigation would be filed.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 10, 2022
advertisement
যে তথ্যপ্রমাণ শুভেন্দু প্রকাশ্যে এনে বাসটির ফিটনেস সার্টিফিকেট 'মৃত' বলে দাবি করেছেন সেখানে দেখা যাচ্ছে, সরকারি সেই বাসের Vehicle Status- FITNESS EXPIRED উল্লেখ থাকার পাশাপাশি FITNESS valid upto 5th. Nov. 2011 উল্লেখ রয়েছে।
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবার সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় চালক ও আট জন মহিলা যাত্রীর। মৃতরা প্রত্যেকেই আদিবাসী মহিলা। মঙ্গলবার এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মেটেলডাঙা গ্রামের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনার পর ঘাতক বাসের চালক এবং খালাসি ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছেন। জানা গিয়েছে, এদিন এই দুর্ঘটনায় মৃতদের বাড়ি বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত পারকান্দি গ্রামে। এই গ্রাম থেকে তারা মল্লারপুর ব্লকের অন্তর্গত একটি গ্রামে ধান রোপণ করার কাজে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে
Location :
First Published :
August 10, 2022 1:34 PM IST