TRENDING:

West Bardhaman News: আসানসোল-দুর্গাপুরে এবার গ্রিন বাস স্ট্যান্ড

Last Updated:

দূষণ কমাতে এবার গ্রিন বাস স্ট্যান্ড তৈরি হবে আসানসোল ও দুর্গাপুরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: দূষণমুক্ত শহর গড়তে রাজ্য সরকার সরকারের বড় পদক্ষেপ। এবার আসানসোল এবং দুর্গাপুরে গড়ে উঠবে গ্রিন বাসস্ট্যান্ড। দূষণ কমাতে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থা সিএনজি এবং ব্যাটারি চালিত বাস চালানোর পরিকল্পনা নিয়েছে। খুব শীঘ্রই আসানসোল এবং দুর্গাপুরের রাস্তায় দেখা যাবে এসবিএসটিসির ইলেকট্রিক বাস। আগামী কয়েক মাসের মধ্যে আরও ৯০ টি দূষণমুক্ত বাস চালানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকারের অধীনস্থ এই পরিবহণ সংস্থাটি। ইতিমধ্যেই আসানসোল থেকে দুটি নতুন রুটের সিএনজি বাস উদ্বোধন হয়েছে। নতুন দুটি বাসকে নিয়ে এখনও পর্যন্ত মোট ৩০ টি সিএনজি বাস চলাচল করছে আসানসোল এবং দুর্গাপুর থেকে।
advertisement

আরও পড়ুন: মণ্ডপশিল্প দেখিয়েছে পথ, গ্রামের বেকার যুবকেরা হচ্ছে স্বনির্ভর

আসানসোল থেকে দুটি নতুন রুটে এসবিএসটিসির বাসের উদ্বোধন করা হয়েছে। একটি বাস চলবে আসানসোল থেকে ভেদিয়া পর্যন্ত। যেটি যাবে ভায়া দুর্গাপুর হয়ে। অন্যদিকে আসানসোল থেকে সিউড়ি যাওয়ার একটি সিএনজি বাস উদ্বোধন করা হয়েছে। এই বাসটি যাবে ভায়া পাণ্ডবেশ্বর হয়ে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার নতুন এই দুটি বাস চালু হওয়ার ফলে ভেদিয়া এবং সিউড়ির মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। মূলত বীরভূমের সিউড়ি সহ সংলগ্ন জায়গাগুলিতে যাওয়ার জন্য বেশিরভাগ সরকারি বাস পাওয়া যায় দুর্গাপুর থেকে। তবে এবার আসানসোল থেকেও সিউড়ি যাওয়ার বাস পাওয়া যাবে। এর ফলের সুবিধা হবে শিল্পাঞ্চলের মানুষের। অন্যদিকে আসানসোল থেকে দুর্গাপুর হয়ে একটি বাস যাবে ভেদিয়া। ফলে ভেদিয়া সহ সংলগ্ন এলাকার মানুষজন‌ও উপকৃত হবেন।

advertisement

View More

পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার দুটি জায়গায় গ্রিন বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন এই বাস স্ট্যান্ডগুলি তৈরি হয়ে গেলে সেখান থেকে ইলেকট্রিক বাস এবং সিএনজি বাস চলাচল করবে। ফলে দূষণ কমবে অনেকটাই। পরিবেশ দূষণ এবং বায়ু দূষণ নিয়ে বারবারই মানুষকে সচেতন হতে বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বারবার বায়ুদূষণ নিয়ন্ত্রণের কথা বলছেন। ডিজেল চালিত বাসগুলি থেকে অনেক বেশি মাত্রায় দূষণ হয় বলে বিশেষজ্ঞরা দাবি করেন। সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রিক বাস চালু হলে দূষণ অনেকটা কমবে, এমনটাই আশা করা হচ্ছে। রাস্তাঘাটে বেশি সংখ্যায় ইলেকট্রিক বাস চালু হলে মানুষজনও ইলেকট্রিক ভেহিকেলের দিকে আরও বেশি ঝুঁকবেন, এমনটা ধারণা বিশেষজ্ঞদের। যা এই সময় দাঁড়িয়ে বায়ুদূষণ রুখতে অনেক কাজে লাগবে। যার ফলে কমানো যাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাবও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: আসানসোল-দুর্গাপুরে এবার গ্রিন বাস স্ট্যান্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল