East Medinipur News: মণ্ডপশিল্প দেখিয়েছে পথ, গ্রামের বেকার যুবকেরা হচ্ছে স্বনির্ভর

Last Updated:

থিমের মণ্ডপের হাত ধরে ঘুরেছে ভাগ্যের চাকা, রোজগারের দিশা খুঁজে পেয়েছেন বেকাররা

+
title=

পূর্ব মেদিনীপুর: মণ্ডপশিল্প দেখিয়েছে পথ, গ্রামের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা খুঁজে পেয়েছেন স্বনির্ভর হওয়ার সঠিক দিশা। সামনেই দুর্গাপুজো। আর দুর্গাপুজো মনে থিমের প্যান্ডেল বা মণ্ডপ। এছাড়াও অন্যান্য পুজোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও বর্তমানে থিমের প্যান্ডেলের চাহিদা তুঙ্গে। ফলে সারা বছরই এখন থিমের মণ্ডপ তৈরির অর্ডার আসে। এই মণ্ডপ তৈরির কাজ বছরের একটা সময় নয়, বরং সারা বছর ধরে মণ্ডপের ছোট ছোট অংশ বানানো হয়। এরই হাত ধরে নন্দকুমার ব্লকের বিভিন্ন গ্রামের শিক্ষিত বেকার যুবকেরা এই থিমের মণ্ডপ শিল্পের মাধ্যমে খুঁজে নিয়েছে রোজগারের পথ।
নন্দকুমারের যুবক রাজেশ প্রধান। নন্দকুমার পঞ্চায়েত সমিতি সামনে রাজেশের একটি ওয়ার্কশপ আছে। সেই ওয়ার্কশপে এলাকার ২৫ থেকে ৩০ জন শিক্ষিত বেকার যুবক কাজ করেন। শোলার বিভিন্ন ধরনের মূর্তি, ফুল, পাখি, সহ অন্যান্য আকর্ষণীয় মডেল তৈরি হয় থিম প্যান্ডেলের জন্য। শুধু পূর্ব মেদিনীপুর জেলায় নয়, রাজ্যের বিভিন্ন জেলায় তাঁদের তৈরি থিমের মণ্ডপে হবে দুর্গাপুজো। কাজ না পাওয়া শিক্ষিত বেকার যুবকেরা যখন দিশাহারা হয়ে ঘুরছিলেন তখন তাঁদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করে তোলার চেষ্টা করে চলেছে রাজেশ।
advertisement
advertisement
শোলা আর প্লাস্টিক জাতীয় পেপার কেটে সুন্দর সুন্দর মুর্তি, পশু পাখি, ফুল, আল্পনার মধ্যদি য়ে থিমের মণ্ডপ সাজিয়ে তোলা হয়। এক একজন শিল্পী কাজ করে মাসে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা উপার্জন করে থাকেন। করোনার কয়েকটা বছর একটু খারাপ সময় কাটলেও বর্তমান সময়ে সুদিন ফিরেছে। প্রচুর কাজের অর্ডার। তাই একটুও সময় নষ্ট না করে কাজ করে চলেছেন শিল্পীরা। শুধু দুর্গাপুজো নয়, অন্যান্য পুজোর পাশাপাশি বিয়ে সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে থিমের কাজ সমাদৃত। ফলে ওই বেকার যুবকেরা বছরে ৩৬৫ দিন কাজ পান।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: মণ্ডপশিল্প দেখিয়েছে পথ, গ্রামের বেকার যুবকেরা হচ্ছে স্বনির্ভর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement