East Bardhaman News: সুরাটের শাড়ির দাপটে গোটা গ্রামের রোজগার শেষ! কর্মহীন সব তাঁতি

Last Updated:

সুরাটে তৈরি মিলের কাপড়ের দাপটে পূর্বস্থলীর তামাঘাটা গ্রামের সকলের রোজগার বন্ধ, কর্মহীন এই গ্রামের সকল তাঁত শিল্পী

+
title=

পূর্ব বর্ধমান: পূর্বস্থলীর তাঁতের শাড়ির ভাল কদর রয়েছে রাজ্যজুড়ে। এখানকার তাঁতিদের তৈরি শাড়ি পাড়ি দেয় ভিন রাজ্যেও। এই পূর্বস্থলীর‌ই একটি গ্রাম হল তামাঘাটা। একসময় তামাঘাটার তাঁতের শাড়ি ব্র্যান্ড ছিল। এই গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে চলত তাঁত বোনার কাজ। গ্রামের অধিকাংশ মানুষ তাঁতের উপরই নির্ভরশীল ছিলেন। তাঁতিদের জন্য ছিল সমবায় সমিতি, ছিল ক্লাস্টার প্রজেক্ট। সমবায় সমিতির সাহায্যে এক ছাদের নিচে বসে শাড়ি বুনতেন প্রায় কয়েকশো তাঁত শিল্পী। কিন্তু বর্তমানে এই সমিতির অবস্থা দেখলে চমকে যাবেন! চিত্রটা আগের তুলনায় অনেকটা বদলে গেছে। যে সমিতি একটা সময় তাঁতিদের ভিড়ে গম গম করত, সেখানে আজ বাসা বেঁধেছে পায়রার দল। মাকড়সার ঝুল এবং ধুলোতে ঢেকে গেছে তাঁত তৈরির যন্ত্রগুলো । কিন্তু কেন এই অবস্থা?
তামাঘাটার তাঁতিদের সমবায় সমিতির এই বেহাল দশা প্রসঙ্গে সেখানকার এক সদস্য বলেন, পাওয়ারলুম এসে তাঁতিদের পথে বসিয়েছে। সমস্ত তাঁতি কর্মহীন হয়ে গেছে। সমিতির সব কাজ বন্ধ। তিনি জানান পূর্বস্থলীর তাঁতের শাড়ির বাজার এখন পুরোপুরি দখল করে নিয়েছে সুরাটের মিলের কাপড়।
advertisement
advertisement
প্রসঙ্গত কিছুদিন আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম সুরাটের শাড়ির কারণেই এই গ্রামের দু’জন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী তাঁত বোনা ছেড়ে দিয়েছেন। আর এখন আপনাদের দেখালাম এই আধুনিক মিলের শাড়ির কারণেই কর্মহীন হয়ে পড়েছে গ্রামের অধিকাংশ মানুষ। বলাই যায় মিলের শাড়িই শেষ করে দিল এই তামাঘাটা গ্রামের তাঁতিদের। পাশাপাশি শেষ হয়ে যাচ্ছে এ রাজ্যের ঐতিহ্য তাঁতের শাড়ি।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: সুরাটের শাড়ির দাপটে গোটা গ্রামের রোজগার শেষ! কর্মহীন সব তাঁতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement