আরও পড়ুন: খালের জলে ভাসছে চাষের জমি, পথ অবরোধ
সামান্য নিরীহ ছাগলের মৃত্যু হলেও একটু এদিক-ওদিক হলে কত বড় বিপর্যয় ঘটতে পারত তা আঁচ করে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষ। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শবনম গোস্বামীর অভিযোগ, এলাকায় দশটি পরিবারের বসবাস। এখানে খোলা অবস্থায় রাস্তার ধারের একটি দেওয়ালে লাগানো আছে বিদ্যুৎ সংযোগের মিটার বক্স। সেখান থেকে বহু তার বিপজ্জনক অবস্থায় ঝুলছে। এরই একটি তারের সংস্পর্শে এসে বুধবার সকালে ছাগলটির মৃত্যু হয়।
advertisement
ওই মহিলা জানান, রোজ বিকেলে মিটার বক্সের সামনের ফাঁকা জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করে। এই পরিস্থিতিতে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এইভাবে খোলা অবস্থায় না রেখে যথাযথ নিয়ম মেনে মিটার বক্সটি একটি স্থায়ী বন্দোবস্ত করার জন্য বারবার বিদ্যুৎ বিভাগের কাছে দরবার করা হলেও তারা বিষয়টিতে কান দেয়নি বলে অভিযোগ।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বর্ধমান সদর বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা। তিনি বলেন, বিষয়টি প্রশাসনকে আগেও জানানো হয়েছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাঁরা ফের প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান। তাতেও যদি দ্রুত সমাধান না হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন।
নয়ন ঘোষ