TRENDING:

West Bardhaman News: ওত পেতে মরনফাঁদ, ঘটতে পারত বড় বিপর্যয়! শেষে শুধু শুধু প্রাণ গেল নিরীহ ছাগলের

Last Updated:

সামান্য নিরীহ ছাগলের মৃত্যু হলেও একটু এদিক-ওদিক হলে কত বড় বিপর্যয় ঘটতে পারত তা আঁচ করে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: ঘটতে পারত অনেক বড় বিপর্যয়। কিন্তু একটা নিরীহ ছাগলের উপর দিয়েই বিপদের কালো মেঘটা চলে গেল। কারণ গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা যে মাঠে খেলাধুলো করে ঠিক সেখানেই নিঃশব্দ ঘাতকের মত ছিড়ে পড়েছিল বিদ্যুৎবাহী তার। সামান্য বেখেয়ালে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু শেষ পর্যন্ত একটি ছাগল তার সংস্পর্শে এসে পড়ায় ঘটনাস্থলেই মারা যায়। আর তাতেই টনক নড়ল সকলের। পানাগড় রাইস মিল রোড সংলগ্ন এলাকার ঘটনা।
advertisement

আরও পড়ুন: খালের জলে ভাসছে চাষের জমি, পথ অবরোধ

সামান্য নিরীহ ছাগলের মৃত্যু হলেও একটু এদিক-ওদিক হলে কত বড় বিপর্যয় ঘটতে পারত তা আঁচ করে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষ। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শবনম গোস্বামীর অভিযোগ, এলাকায় দশটি পরিবারের বসবাস। এখানে খোলা অবস্থায় রাস্তার ধারের একটি দেওয়ালে লাগানো আছে বিদ্যুৎ সংযোগের মিটার বক্স। সেখান থেকে বহু তার বিপজ্জনক অবস্থায় ঝুলছে। এর‌ই একটি তারের সংস্পর্শে এসে বুধবার সকালে ছাগলটির মৃত্যু হয়।

advertisement

ওই মহিলা জানান, রোজ বিকেলে মিটার বক্সের সামনের ফাঁকা জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করে। এই পরিস্থিতিতে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এইভাবে খোলা অবস্থায় না রেখে যথাযথ নিয়ম মেনে মিটার বক্সটি একটি স্থায়ী বন্দোবস্ত করার জন্য বারবার বিদ্যুৎ বিভাগের কাছে দরবার করা হলেও তারা বিষয়টিতে কান দেয়নি বলে অভিযোগ।

advertisement

View More

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বর্ধমান সদর বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা। তিনি বলেন, বিষয়টি প্রশাসনকে আগেও জানানো হয়েছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাঁরা ফের প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান। তাতেও যদি দ্রুত সমাধান না হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন।

advertisement

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: ওত পেতে মরনফাঁদ, ঘটতে পারত বড় বিপর্যয়! শেষে শুধু শুধু প্রাণ গেল নিরীহ ছাগলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল