TRENDING:

West Bardhaman News: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে ৪৪ লক্ষ টাকার প্রতারণা!

Last Updated:

ফের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। এবার ভারতীয় সেনাবাহিনীতে মোটা বেতনের চাকরির ব্যবস্থা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। তদন্তে নেমে অভিযুক্ত অরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে বিশাল প্রতারণা। প্রায় ৪৪ লক্ষ টাকা এইভাবে স্থানীয় বাসিন্দাদের ঠকিয়ে আদায় করার অভিযোগে অরূপ বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় পানাগড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement

ধৃত ব্যক্তি শুধু যে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে এলাকাবাসীকে প্রতারণা করেছে তা নয়। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে। জরুরি প্রয়োজনের নাম করে লক্ষ লক্ষ টাকা ধার নিয়েও কাউকে শোধ না করার অভিযোগ উঠেছে ধৃত অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। টাকা ফেরতের বিষয়ে অভিযুক্ত দীর্ঘদিন ধরে টালবাহানা করায় সম্প্রতি কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি। তারপরই ঘটনার তদন্ত নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

advertisement

আরও পড়ুন: খড়গপুরে ঢোকার মুখে হাওড়াগামী মেদিনীপুর লোকাল লাইনচ্যুত

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই প্রতারণার ঘটনায় ধৃত অরূপ বিশ্বাসের বাড়ি বুদবুদে। জানা গিয়েছে, পানাগড়ের এক বাসিন্দা গত সেপ্টেম্বর মাসের ১৮ তারিখে কাঁকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগপত্রে জানান, পানাগড় সেনা ছাউনিতে তাঁর ছেলেকে মোটা অঙ্কের বেতনের চাকরি করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন অরূপ বিশ্বাস। সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই কাঁকসা থানার পুলিশ অরূপ বিশ্বাসকে গ্রেফতার করে। এই প্রতারণার ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে ৪৪ লক্ষ টাকার প্রতারণা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল