ধৃত ব্যক্তি শুধু যে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে এলাকাবাসীকে প্রতারণা করেছে তা নয়। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে। জরুরি প্রয়োজনের নাম করে লক্ষ লক্ষ টাকা ধার নিয়েও কাউকে শোধ না করার অভিযোগ উঠেছে ধৃত অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। টাকা ফেরতের বিষয়ে অভিযুক্ত দীর্ঘদিন ধরে টালবাহানা করায় সম্প্রতি কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি। তারপরই ঘটনার তদন্ত নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
advertisement
আরও পড়ুন: খড়গপুরে ঢোকার মুখে হাওড়াগামী মেদিনীপুর লোকাল লাইনচ্যুত
এই প্রতারণার ঘটনায় ধৃত অরূপ বিশ্বাসের বাড়ি বুদবুদে। জানা গিয়েছে, পানাগড়ের এক বাসিন্দা গত সেপ্টেম্বর মাসের ১৮ তারিখে কাঁকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগপত্রে জানান, পানাগড় সেনা ছাউনিতে তাঁর ছেলেকে মোটা অঙ্কের বেতনের চাকরি করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন অরূপ বিশ্বাস। সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই কাঁকসা থানার পুলিশ অরূপ বিশ্বাসকে গ্রেফতার করে। এই প্রতারণার ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।