পড়শি দেশ নেপাল, তিব্বত থেকে বহু বিক্রেতা সেখানে এসেছেন। পাশাপাশি এই লাসা মার্কেটে এসে হাজির হয়েছেন ভিন রাজ্যের বিক্রেতারাও। তাদের মধ্যেই রয়েছেন ফুজঙ টাসি। যিনি একজন প্রাক্তন সেনাকর্মী। তবে বর্তমানে তিনি একজন শীতবস্ত্র বিক্রেতা। শীতের শুরু থেকেই দুর্গাপুরে শুরু হয় টিবেটিয়ান লাসা মার্কেট। ২০১২ সাল থেকে দুর্গাপুর সিটি সেন্টারে এই শীত বস্ত্রের কালেকশন নিয়ে একটি মেলার আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ এখনও ১ টাকায় চপ! দুর্মূল্যের বাজারে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার এই দোকান
যদিও বিগত দু'বছর এই মেলার আয়োজন করা হয়নি। তবে এ বছর শীত পড়ার আগে থেকেই শীত বস্ত্র নিয়ে সেখানে হাজির হয়েছেন বিক্রেতারা। আগামী জানুয়ারি মাস পর্যন্ত তারা এখানে থাকবেন। একদম পকেট ফ্রেন্ডলি দামে নতুন ধরনের বিভিন্ন ধরনের শীত বস্ত্র পেতে, এই টিবেটিয়ান লাসা মার্কেটে ভিড় জামাতে শুরু করেছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, শুরু থেকে বেশি বিক্রি হচ্ছে ছোটদের পোশাক। যদিও পুরুষ মহিলা নির্বিশেষে সকলেরই শীত বস্ত্র বিক্রি হচ্ছে ভালভাবেই। যাতে খুশি বিক্রেতারা।
তবে এই টিবেটিয়ান লাসা মার্কেটে ফুজঙ টাসির কাছে বিক্রেতাদের বিশেষ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জানা গিয়েছে, তিনি বর্তমান শীতবস্ত্রের বিক্রেতা হলেও, প্রায় ২৫ বছর ধরে তিনি ভারতীয় সেনাবাহিনীর হয়ে কাজ করেছেন। নর্দান কম্যান্ড ছাড়াও, ইস্টার্ন কম্যান্ড এবং ওয়েস্টার্ন কম্যান্ডে কাজ করেছেন। তবে অবসরের পর তিনি পরিবারের সঙ্গে সহযোগিতার জন্য এই শীতবস্ত্রের ব্যবসা শুরু করেছেন। মূলত তিন মাস তিনি এই শীত বস্ত্র ব্যবসায় যুক্ত থাকেন। আর বছরের বাকি সময় তিনি পরিবারের সঙ্গে সময় কাটান।
Nayan Ghosh





