পশ্চিম বর্ধমানের আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পড়ুয়া নীলাঞ্জন দত্ত, শুভঙ্কর রায়, স্বস্তিকা দাস এবং স্নিগ্ধা মাঝি এই অভিনব স্ট্রিট লাইটের মডেল তৈরি করে সাড়া ফেলে দিয়েছে। মডেলটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ১৫ টি ফিজিও প্লেট। এই মডেলে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও আছে।
আরও পড়ুন: ভিড় বাজারে মোবাইল চুরির চেষ্টা, দুই কিশোরকে ধরে গণধোলাই! ফাটল মাথা, মুখ দিয়ে বেরল রক্ত
advertisement
স্ট্রিট লাইটের এই মডেলটি তৈরি করতে খরচও অত্যন্ত কম। প্রত্যেকটি ফিজিও প্লেটের জন্য খরচ হয়েছে ১০ টাকা। এই ফিজিও প্লেটের উপর চাপ পড়লে এসি কারেন্ট তৈরি হবে। যা সাধারনত বাড়ির লাইট, ফ্যান চালানোর কাজে ব্যবহার হয়। পাশাপাশি চারটি ডায়োড এবং একটি একটি রেকটিফায়ারের মাধ্যমে রিচার্জেবল ব্যাটারিতে অতিরিক্ত বিদ্যুৎ সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যাটারি থেকে প্রয়োজনমত বিদ্যুৎ নিয়ে ব্যবহার করা যাবে।
ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের চার পড়ুয়ার এই আবিষ্কার আগামী দিনে স্ট্রীট লাইট ব্যবস্থার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত। কারণ রাস্তা দিয়ে সর্বক্ষণ মানুষ ও যানবাহনের চলাচল লেগেই থাকে। ফলে সেই চাপ থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং সেই বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করা যাবে। পরে তা ট্রিট লাইট জ্বালানোর কাজে ব্যবহার হবে। এতে বিদ্যুৎ খরচ যেমন কমবে তেমনই জীবাশ্ম জ্বালানির ব্যবহার অনেকটাই কমে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নয়ন ঘোষ