Malda News: ভিড় বাজারে মোবাইল চুরির চেষ্টা, দুই কিশোরকে ধরে গণধোলাই! ফাটল মাথা, মুখ দিয়ে বেরল রক্ত

Last Updated:

গত কয়েকদিনের লাগাতার মোবাইল চুরির ঘটনায় আতঙ্ক ছড়ায় ক্রেতাদের মধ্যে। তাঁরা সতর্ক‌ও হয়ে যান। এরই মধ্যে শনিবার সকালে আবারও কোতোয়ালি বাজারে মোবাইল চুরির চেষ্টা হয়। বাজারে আসা এক ক্রেতার পকেট থেকে মোবাইল বার করার সময় হাতেনাতে দুই কিশোরকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে ছুটে আসে বাজারে আসা বাকি লোকজন ও বিক্রেতারা। গত কয়েকদিনের মোবাইল চুরির যাবতীয় আক্রোশ গিয়ে পড়ে ওই দুই কিশোরের উপর। শুরু হয় গণধোলাই।

মালদহ: ভিড় বাজারে পকেট থেকে উধাও হয়ে যাচ্ছিল মোবাইল। এমনকি মোবাইল কানে ধরে কথা বলতে বলতে বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময়‌ হ্যাঁচকা টানে ছিনিয়ে নিয়ে ভিড়ের মধ্যে উধাও হয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা। গত কয়েকদিন ধরেই এমন ঘটনা ঘটছিল ইংরেজবাজারের কোতোয়ালি বাজারে। কিন্তু এই মোবাইল চোরদের কাউকেই ধরতে পারা যাচ্ছিল না। শনিবার সকালে ঠিক একইভাবে বাজার করতে আসা এক ব্যক্তির পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে দুই কিশোরকে ধরে ফেলে বাজারের লোক। সঙ্গে সঙ্গে শুরু হয় গণধোলাই। তাতে গুরুতর জখম হয়েছে ওই দুই কিশোর।
মালদহের কোতোয়ালি বাজারের যথেষ্ট নাম আছে। কিন্তু গত কয়েকদিনের লাগাতার মোবাইল চুরির ঘটনায় আতঙ্ক ছড়ায় ক্রেতাদের মধ্যে। তাঁরা সতর্ক‌ও হয়ে যান। এরই মধ্যে শনিবার সকালে আবারও কোতোয়ালি বাজারে মোবাইল চুরির চেষ্টা হয়। বাজারে আসা এক ক্রেতার পকেট থেকে মোবাইল বার করার সময় হাতেনাতে দুই কিশোরকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে ছুটে আসে বাজারে আসা বাকি লোকজন ও বিক্রেতারা। গত কয়েকদিনের মোবাইল চুরির যাবতীয় আক্রোশ গিয়ে পড়ে ওই দুই কিশোরের উপর। শুরু হয় গণধোলাই। কয়েকজন ক্রেতা বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি।
advertisement
advertisement
দীর্ঘক্ষণের মার ধরে ওই দুই কিশোরের মাথা ফেটে যায়, মুখ দিয়ে গল গল করে বেরোতে থাকে রক্ত। পরিস্থিতি দেখে উপস্থিতদের মধ্যেই কয়েকজন ইংরেজবাজার থানায় ফোন করে খবর দেয়। দ্রুত ছুটে আসে পুলিশ। জখম অবস্থায় ওই দুই কিশোরকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশই তাদের চিকিৎসার ব্যবস্থা করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জখম দুই কিশোরের বাড়ি ঝাড়খণ্ডে। স্থানীয়দের অনুমান, এই দুই কিশোর‌ই গত কয়েক দিন ধরে কোতোয়ালি বাজারে মোবাইল চুরি করছিল। যদিও গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় সাধারণ মানুষ যেভাবে আবারও আইন নিজের হাতে তুলে নিয়ে দুই কিশোরের উপর নির্মম প্রহার করেছে তা প্রশাসনকে চিন্তায় ফেলতে বাধ্য।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ভিড় বাজারে মোবাইল চুরির চেষ্টা, দুই কিশোরকে ধরে গণধোলাই! ফাটল মাথা, মুখ দিয়ে বেরল রক্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement