পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম অন্ন চক্রবর্তী। বয়স আনুমানিক ৬১ বছর। ছেলের সঙ্গে ইস্পাত নগরীর বাড়িতেই তিনি। হঠাৎ করেই তাদের কোনও খোঁজ খবর পাচ্ছিলেন না আত্মীয়রা। ফোন করলেও কেউ ফোন তুলছিলেন না। এর মধ্যেই ওই বাড়ি থেকে ব্যাপক দুর্গন্ধ ছড়াতে শুরু করে। আস্তে আস্তে বাড়তে থাকে দুর্গন্ধের দাপট এরপর স্থানীয়রা খবর দেন পুলিশের কাছে। পুলিশ এসে প্রথমে এই বীভৎস ঘটনা দেখতে পায়।
advertisement
আরও দেখুন
যদিও কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে বা কেন তার ছেলে মৃতদেহ আগলে বসেছিলেন, সে বিষয়ে এখনও কোনও সদুত্তর পায়নি পুলিশ। তবে মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে মৃতের ছেলেকে উদ্ধার করে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তবে স্থানীয়রা অনেকেই সন্দেহ করেছেন, অসুস্থ ছেলে তার মাকে খুন করেছেন। তারপর সেই দেহ আসলেই বসে ছিলেন তিনি। মৃতদেহ আগলে ছেলের বসে থাকার ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে শহরে ঘটনার কথা জানাজানি হতেই নানা রকম গুঞ্জন শুরু করেছেন মানুষ।
Nayan Ghosh