পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমায় ইসিএলের বহু আবাসনে জবরদখলের সমস্যা আছে। কিন্তু ডিসেরগড় শাকতোরিয়ার ইসিএল আবাসনের যে সমস্যার কথা সামনে উঠে এসেছে তা সত্যিই চিন্তায় ফেলে দেওয়ার মত। জবরদখল করে রাখা ব্যক্তি এইভাবে নেশায় চুর হয়ে থাকায় এবং নেশার সঙ্গীর সন্ধানে ক্রমাগত বহিরাগতদের নিয়ে আসতে থাকায় আবাসনের বাকি বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
advertisement
আরও পড়ুন: হঠাৎ বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি ফুলবাড়িতে
বাধ্য হয়ে ওই আবাসনের অন্য বাসিন্দারা বিষয়টির প্রতিকার করতে এগিয়ে আসেন। ওই দখলে রাখা কোয়ার্টারের কাজ কারবার নিয়ে অভিযোগ জানানো হয় ডিসেরগড় ফাঁড়িতে। এরপর ডিসেরগড় ফাঁড়ির পুলিশ ইসিএল আধিকারিকদের সঙ্গে নিয়ে ওই আবাসনে অভিযান চালায়। সেখান থেকে প্রচুর পরিমাণে নেশার নানান দ্রব্য ও সামগ্রী উদ্ধার হয়। তবে অভিযুক্ত জেপি সিং নামক ব্যক্তির দেখা পাওয়া যায়নি। এরপর পুলিশ ইসিএল আধিকারিকদের সম্মতিতে ওই আবাসনটি সিল করে দেয়।
নয়ন ঘোষ