আরও পড়ুন: ইংলিশ চ্যানেল জয়ী সায়নীর আত্মজীবনী
দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হওয়ায় জল সেচের জন্য জলের চাহিদা তুঙ্গে উঠেছে। এই ব্যাপারে রাজ্যের সেচ দফতরও বিশেষ উদ্যোগ নেয়। ডিভিসি-এর কাছে এই ব্যাপারে আবেদন জানানো হয়। বিষয়টি নিয়ে রাজ্য সেচ দফতর ও ডিভিসির যৌথ পর্যালোচনা কমিটি বৈঠকে বসে। সেই বৈঠকেই রাজ্যের কয়েক লক্ষ হেক্টর কৃষি জমির জন্য জল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, ছ’দিন জল দেবে ডিভিসি। তারপর পরিস্থিতি বুঝে আবার ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
গত বুধবার এই বৈঠকে জল দেওয়ার বিষয়টি অনুমোদিত হয়েছে। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। বুধবারের বৈঠকের পর বৃহস্পতিবার থেকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। দুটি জলধার থেকে ছাড়া হচ্ছে জল। জানা গিয়েছে বৃহস্পতিবার পাঞ্চেত থেকে ১,২০০ কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে, মাইথন থেকে ছাড়া জলের পরিমাণ ৪,০০০ কিউসেক। আগামী মঙ্গলবার পর্যন্ত টানা জল ছাড়া হবে। তারপর পরিস্থিতি কেমন দাঁড়ায় তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে ডিভিসি।
নয়ন ঘোষ