পুজোয় বাড়ির ছোট সদস্যদের খাওয়াতে নিয়ে গেলেও চিন্তার কারণ নেই। কারণ ইটালিয়ান, চাইনিজ - বিভিন্ন ডিশ সাজিয়ে ব্যবস্থা করা হয়েছে ছোটদের স্পেশাল থালির। সপ্তমী থেকে দশমী, পুজোর চার দিনই এই থালির স্বাদ গ্রহণ করতে পারবেন শহরের মানুষ তাছাড়াও যে কেউ এসে এই থালিগুলির স্বাদ উপভোগ করতে পারবেন। সামান্য মূল্যের বিনিময়ে দুর্গাপুরের একটি হোটেল কর্তৃপক্ষ এই ব্যবস্থা করেছে। পুজোয় পেট পুজোর জন্য খাওয়া-দাওয়ার পাশাপাশি দুবেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা।
advertisement
আরও পড়ুন : এই অটোয় যাত্রীদের জন্য সাজানো থাকে বিনামূল্যে চকোলেট, জল! তবে রয়েছে শর্ত
পুজো উপলক্ষে মোট চারটি স্পেশাল থালির ব্যবস্থা করেছে এই হোটেল কর্তৃপক্ষ। সেখানে প্রথমেই থাকছে ছোটদের স্পেশাল থালি। যার মূল্য ৪৯৯ টাকা। থাকছে ভেজ স্পেশাল থালি। যার মূল্য ৫৯৯ টাকা। থাকছে ননভেজ স্পেশাল থালি। যার মূল্য ৬৯৯ টাকা। আর আকর্ষণের কেন্দ্রবিন্দু মহা ভোজ থালির মূল্য ৭৯৯ টাকা। আমিষ ও নিরামিষ, দুই রকমের পদই থাকবে সেখানে। তাছাড়াও রাখা হয়েছে বাফে। যেখানে ডেজার্ট এর অফুরন্ত সম্ভার রয়েছে। থাকছে বাংলার মিষ্টির এক বিশাল সম্ভার। থাকছে নানান সাধের চাটনি।
স্টার্টার এর ক্ষেত্রে একাধিক পদ রাখা হয়েছে। লাঞ্চ এবং ডিনার, দুবেলা এই থালি পাওয়া যাবে। দুবেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। রাখা হবে লোকগীতি, রবীন্দ্র সঙ্গীত-সহ একাধিক অনুষ্ঠানের ব্যবস্থা। তাই দুর্গা পুজোয় পকেটের চাপ কম রেখে, জমিয়ে পেট পুজো করতে চাইলে আপনাদের গন্তব্য হতে পারে দুর্গাপুরের সিটি সেন্টারের এই হোটেল। যেখানে অল্প মূল্যের বিনিময়ে পেয়ে যাবেন স্পেশাল থালি।