সাফাই কর্মীদের এই বিক্ষোভে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। কারণ পুজোর মুখে তারা যদি কাজ বন্ধ করে দেন, তাহলে শহরবাসীকে দুর্গতির মুখোমুখি হতে হবে। স্বাভাবিকভাবেই তাই সাফাই কর্মীদের চিন্তিত শহরের মানুষ। উল্লেখ্য, দুর্গাপুর পৌরসভার অন্তর্গত এলাকায় প্রায় ১৭০০ সাফাই কর্মী কর্মরত অবস্থায় রয়েছেন। কেউ দীর্ঘদিন ধরে কাজ করছেন, কেউ আবার কয়েক বছর আগে কাজে নিযুক্ত হয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ পুজো কার্নিভালের আগে আগমনী কার্নিভাল দুর্গাপুরে
তাদের অভিযোগ, সাফাই কর্মী হিসেবে তারা নিযুক্ত থাকলেও, তাদের নির্মল বাংলা প্রকল্পে ডোর টু ডোর কালেকশন করতে বলা হচ্ছে। ফলে তাদের এই কাজ করতে গিয়ে বাড়তি চাপ নিতে হচ্ছে। অথচ নির্মল বাংলা প্রকল্পের কাজ করার জন্য তারা বাড়তি কোন সুবিধা পাচ্ছেন না। তাই এই নিয়ে তারা দিনকয়েক আগে পুরসভার সামনে ধরনা দিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু কোনওরকম ফল না পাওয়া, এদিন বোরো কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন শহরের সাফাই কর্মীরা।
Nayan Ghosh