Paschim Bardhaman News: পুজো কার্নিভালের আগে আগমনী কার্নিভাল দুর্গাপুরে

Last Updated:

বাংলার দুর্গাপুজোর স্বীকৃতি মিলেছে বিশ্ব দরবারে। ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। সেই উপলক্ষে চলতি বছরে প্রথমবার দুর্গাপুরে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল।

+
title=

#দুর্গাপুর : বাংলার দুর্গাপুজোর স্বীকৃতি মিলেছে বিশ্ব দরবারে। ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। সেই উপলক্ষে চলতি বছরে প্রথমবার দুর্গাপুরে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল। কলকাতার ধাঁচে দুর্গাপুরেও এবারের পুজো কার্নিভালের আয়োজন করা হচ্ছে। যার উদ্যোগ নিয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং জেলা প্রশাসন। আর সেই পুজো কার্নিভালের প্রস্তুতিপর্ব উপলক্ষে দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল আগমনী কার্নিভাল। মহিলা ঢাকিদের ঢাকের তাল আর ছৌ নাচের সংমিশ্রণে আগমনীকে স্বাগত জানাতে এক অনন্য সাধারণ ছবি ফ্রেমবন্দি হল ইস্পাত নগরীর বুকে।
যেখানে শহরের বহু বিশিষ্টজন থেকে শুরু করে শহরের বহু সাধারণ মানুষ, সকলেই ভিড় জমিয়েছিলেন। এই আগমনী কার্নিভাল শহরে দুর্গা পুজোর আমেজকে আরও খানিকটা উজ্জীবিত করে তুলেছে পঞ্জিকা মতে পুজো শুরু হওয়ার আগেই। দুর্গাপুরে বিভিন্ন পুজো উদ্যোক্তা ক্লাবগুলি অর্থাৎ ক্লাব ঐক্যের উদ্যোগে এই আগমনী কার্নিভালের আয়োজন করা হয়েছিল। শহরে দুর্গাপুজোর যে কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে, তারই কিছুটা আগাম চিত্র শহরবাসীর কাছে তুলে ধরতে এই আগমনী কার্নিভালের আয়োজন করা হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ এ কি কাণ্ড! 'ট্রেন দুর্ঘটনা'-র ভয়ঙ্কর ছবি আসানসোলে! আসল কারন কি?
দুর্গাপুর ইস্পাত নগরীর লালা রাজপথ রায় রোড থেকে এই আগমনী কার্নিভালের আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়। যার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তাছাড়া ওই আগমনী কার্নিভালে হাজির হয়েছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং। যেখানে হাজির হয়ে সকলেই শহরবাসীকে আনন্দের সঙ্গে পুজো কাটানোর জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি দুর্গাপুরে প্রথমবার আয়োজিত হতে চলা পুজো কার্নিভালকে বাংলার কাছে তুলে ধরার জন্য শহরবাসীর সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তারা।
advertisement
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: পুজো কার্নিভালের আগে আগমনী কার্নিভাল দুর্গাপুরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement