সীমা দেবীর এই সাফল্যে গর্বিত তার পরিবার। একইসঙ্গে সীমা দত্তের সাফল্যে গর্বিত জেলার মানুষ। কাজী নজরুল বিমানবন্দরে সীমা দত্তকে স্বাগত জানাতে হাজির হন জেলা প্রশাসনের বেশ কয়েকজন কর্তা। তাদের ধন্যবাদ জানিয়েছেন এই স্বর্ণকন্যা। পাশাপাশি তিনি ধন্যবাদ দিয়েছেন তার কোচ থেকে শুরু করে পরিবার এবং সমস্ত শুভানুধ্যায়ী এবং সহযোগীদের। একই প্রতিযোগিতায় জেলার আর এক বাসিন্দা অংশ সিং নজরকাড়া সাফল্য পেয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ আদিবাসী প্রধান এলাকায় বিশেষ ‘দুয়ারে সরকার’ ক্যাম্প
তিনি একটি স্বর্ণপদক এবং দুটি রৌপ্য পদক জিতে নিয়েছেন। জানা গিয়েছে, আপাতত সীমা দত্তের লক্ষ্য কমনওয়েলথ গেমস এবং ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। ইতিমধ্যেই কমনওয়েলথ গেমসে পাওয়ারলিফটিং এর জন্য তিনি নির্বাচিত হয়েছেন। তাছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি নির্বাচিত হয়েছেন। যা অনুষ্ঠিত হবে কানাডায়।
আরও পড়ুনঃ তৈরি হচ্ছে বহুতল, তার জন্য অবৈধভাবে যা করা হল...
আপাতত এই সাফল্য ধরে রেখে আরও এগিয়ে যেতে চান সীমা দেবী। গৃহবধূর মনের জোর এবং শক্তিকে বাহবা দিয়েছেন সবাই। সবার প্রার্থনা বাংলার এই সোনার মেয়ে যেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারেন। সাফল্য ধরে রেখে দেশের মুখ উজ্জ্বল করতে পারেন।
Nayan Ghosh