Duare Sarkar Camp : আদিবাসী প্রধান এলাকায় বিশেষ ‘দুয়ারে সরকার’ ক্যাম্প

Last Updated:

Duare Sarkar : আদিবাসী সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষজন যাতে সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করা থেকে বঞ্চিত না হন, তার জন্য বিশেষভাবে এই ক্যাম্পগুলির আয়োজন করা হয়েছে।

+
এই

এই দুয়ারে সরকার শিবিরগুলি চলবে পুরো জুন মাস ধরে

বারাবনি : আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষজন যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারেন, তার জন্য বিশেষভাবে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে । এই দুয়ারে সরকার ক্যাম্পগুলির আয়োজন করা হয়েছে মূলত আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে ।
আদিবাসী সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষজন যাতে সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করা থেকে বঞ্চিত না হন, তার জন্য বিশেষভাবে এই ক্যাম্পগুলির আয়োজন করা হয়েছে । যেখানে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন মানুষজন উপস্থিত থাকছেন পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার জন্য । এই দুয়ারে সরকার শিবিরগুলি চলবে পুরো জুন মাস ধরে । অর্থাৎ জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত ।
advertisement
জেলার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় এই দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগে । সেখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবেই বিশেষভাবে আয়োজন রাখা হচ্ছে । এই সমস্ত ক্যাম্পগুলি থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়া যাবে ।
advertisement
আরও পড়ুন :  প্রশিক্ষণ শুরু শৈশবে, যোগচর্চায় জাতীয় স্তরে পুরস্কার কান্দির দেবপর্ণার
তালিকায় রয়েছে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার-এর মত জনমুখী প্রকল্পগুলি । তাছাড়া দুয়ারে সরকার শিবিরে অন্যান্য যে সমস্ত কাজ গুলি হয়, সেই সমস্ত কাজগুলি হবে। উল্লেখ্য, জেলার বারাবনি, সালানপুর ব্লকের বেশ কিছু জায়গা আদিবাসী অধ্যুষিত । এই এলাকাগুলিতে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে ।
advertisement
আরও পড়ুন :  অফলাইনে পরীক্ষা না দেওয়ার দাবিতে পড়ুয়াদের আন্দোলনে উত্তেজনা বিশ্বভারতীতে
বারাবনি সালানপুর ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং এই সমস্ত শিবির গুলি পরিদর্শন করেছেন । সেখানে আসা মানুষজন যাতে ঠিকমত সরকারি প্রকল্পগুলি সুবিধা লাভ করতে পারেন, সেই দিকটিতে নজর দিয়েছেন তিনি। পাশাপাশি ক্যাম্পে এসে মানুষজন যাতে সমস্যার সম্মুখীন না হন, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন ।
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Duare Sarkar Camp : আদিবাসী প্রধান এলাকায় বিশেষ ‘দুয়ারে সরকার’ ক্যাম্প
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement