আরও পড়ুন: বোনাস বিতর্কে উত্তাল ডুয়ার্সের একের পর এক চা বাগান, টাকা না দিয়েই উধাও মালিকপক্ষ
দুর্গাপুরে একাধিক ছোট-বড় দুর্গা পুজো হয়। বড় পুজোগুলির সংখ্যা নেহাত কম নয়। আর এই সমস্ত বড় পুজোগুলি ঘিরে দর্শকদের প্রত্যাশাও থাকে অনেক বেশি। দুর্গাপুরে যতগুলি বড় পুজো হয় তার মধ্যে অন্যতম মার্কনি দক্ষিণ পল্লির পুজো। ছ’দশকের বেশি সময় ধরে এই ক্লাব নানা রকম মণ্ডপ তৈরি করে বছর বছর দর্শকদের চমকে দিচ্ছে। এ বছরও সেই চমক অব্যহত।
advertisement
চলতি বছরে দুর্গাপুর মার্কনি দক্ষিণ পল্লির পুজোর থিম ইন্দোনেশিয়ার এক প্রাচীন মন্দির। ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত এই হিন্দু মন্দিরটিকে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় দেখা পাওয়া যায়। সেই মন্দিরটিকেই এবার বেছে নেওয়া হয়েছে পুজোর থিম হিসেবে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে থাকছে আলোকসজ্জা। মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা থাকবে। মেদিনীপুর থেকে শিল্পীরা এসে এই মণ্ডপ ঘড়ে তুলেছেন। ৫০ লক্ষ টাকারও বেশি বাজেট এই পুজোর।
অনেকেই হয়তো জানেন না আজকের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার একাংশে একসময় হিন্দু সভ্যতার বিস্তার ঘটেছিল। বিশেষ করে সেখানকার বালিতে আজও অসংখ্য হিন্দু মন্দির ও স্থাপত্যের নিদর্শন দেখা যায়। সেখানকারই এক প্রাচীন মন্দির এবার পুজোর থিম হয়ে উঠে এল দুর্গাপুরে।
পুজোর পাশাপাশি নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এই পুজো কমিটি। পঞ্চমীতে জাঁকজমকভাবে উদ্বোধন করা হবে এই পুজোর। থাকছে পুতুল নাচের ব্যবস্থা।
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও
নয়ন ঘোষ