উল্লেখ্য, কাঁকসা ডাকবাংলা মোড়ের এই দুর্গাপুজো পা দিল ৫৪ তম বর্ষে। যদিও করোনাকালে এই পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন এলাকার মহিলারা উদ্যোগ নিয়েছিলেন পুজোর জন্য। এলাকার মহিলারাই সে বছর উদ্যোগ নিয়ে পুজো শুরু করেন। তবে যেহেতু করোনাকালে একাধিক বিধি-নিষেধ ছিল, তাই বিশেষ জাঁকজমক হয়নি। কিন্তু পুজো বন্ধ হতে দেননি এলাকার মহিলারা। তারাই সমস্ত রকম আয়োজন করেছিলেন। বিগত চার বছর ধরে মহিলা কমিটির হাতেই রয়েছে কাঁকসার অন্যতম বড় এই দুর্গাপুজোর দায়িত্ব।
advertisement
আরও পড়ুন, চন্দ্রযান ৩ উৎক্ষেপণের পিছনে অন্যতম কারিগর কৃতী নীলাদ্রি, গর্বিত মছলন্দপুর
আরও পড়ুন,লোকসভায় প্রার্থী শুভেন্দু! পঞ্চায়েত মিটতেই দেওয়াল লিখন কাঁথিতে, তুমুল জল্পনা
মনোজ পল্লী দুর্গা পুজো কমিটির সভাপতি মৌসুমী ভট্টাচার্য বলেছেন, “এখানে খুঁটি পুজোর প্রচলন নেই। তাই কাঠামো পুজোর মধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হল। ঐতিহ্য মেনেই এখানে দুর্গাপুজো হবে। চার দিন ধরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকবে। একই সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।” কোনও তারকা মুখ দিয়ে পুজোর উদ্বোধন করানোর ইচ্ছা রয়েছে তাঁদের। কিন্তু দর্শকদের চমক দিতে চান মহিলা উদ্যোক্তারা।
Nayan Ghosh