TRENDING:

Durga Puja 2023: কাঠামো পুজো দিয়ে শুরু প্রস্তুতি! ৫ দশকের বেশি সময় ধরে চলছে এই দুর্গাপুজো

Last Updated:

Durga Puja 2023: করোনাকালে এই পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন এলাকার মহিলারা উদ্যোগ নিয়েছিলেন পুজোর জন্য। এলাকার মহিলারাই সে বছর উদ্যোগ নিয়ে পুজো শুরু করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: পুজোর কাউন্টডাউন শুরু। শুরু প্রস্তুতিও। বিভিন্ন পুজো উদ্যোক্তারা খুঁটি পুজোর শুরু করে দিয়েছেন। তবে আধুনিকতার খুঁটি পুজো নয়, কাঠামো পুজো দিয়ে শুরু হল কাঁকসা ডাকবাংলো মোড়ের মনোজ পল্লীর দুর্গা পুজোর প্রস্তুতি। মহিলা পরিচালিত এই দুর্গাপুজো বিগত কয়েক বছর ধরে এলাকাবাসীর নজর কাড়ছে। তাই মাস তিনেক বাকি থাকতে শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি।
advertisement

উল্লেখ্য, কাঁকসা ডাকবাংলা মোড়ের এই দুর্গাপুজো পা দিল ৫৪ তম বর্ষে। যদিও করোনাকালে এই পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন এলাকার মহিলারা উদ্যোগ নিয়েছিলেন পুজোর জন্য। এলাকার মহিলারাই সে বছর উদ্যোগ নিয়ে পুজো শুরু করেন। তবে যেহেতু করোনাকালে একাধিক বিধি-নিষেধ ছিল, তাই বিশেষ জাঁকজমক হয়নি। কিন্তু পুজো বন্ধ হতে দেননি এলাকার মহিলারা। তারাই সমস্ত রকম আয়োজন করেছিলেন। বিগত চার বছর ধরে মহিলা কমিটির হাতেই রয়েছে কাঁকসার অন্যতম বড় এই দুর্গাপুজোর দায়িত্ব।

advertisement

আরও পড়ুন, চন্দ্রযান ৩ উৎক্ষেপণের পিছনে অন্যতম কারিগর কৃতী নীলাদ্রি, গর্বিত মছলন্দপুর

আরও পড়ুন,লোকসভায় প্রার্থী শুভেন্দু! পঞ্চায়েত মিটতেই দেওয়াল লিখন কাঁথিতে, তুমুল জল্পনা

View More

মনোজ পল্লী দুর্গা পুজো কমিটির সভাপতি মৌসুমী ভট্টাচার্য বলেছেন, “এখানে খুঁটি পুজোর প্রচলন নেই। তাই কাঠামো পুজোর মধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হল। ঐতিহ্য মেনেই এখানে দুর্গাপুজো হবে। চার দিন ধরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকবে। একই সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।” কোনও তারকা মুখ দিয়ে পুজোর উদ্বোধন করানোর ইচ্ছা রয়েছে তাঁদের। কিন্তু দর্শকদের চমক দিতে চান মহিলা উদ্যোক্তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durga Puja 2023: কাঠামো পুজো দিয়ে শুরু প্রস্তুতি! ৫ দশকের বেশি সময় ধরে চলছে এই দুর্গাপুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল