তারা বলছেন, অনলাইনের সেলিং প্ল্যাটফর্ম গুলির রমরমার ফলে বিপদে পড়ছেন তারা। তাদের ব্যবসা মার খাচ্ছে। ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অর্থনৈতিক দিক থেকে। আর সেজন্যই অনলাইন আসক্তি কমানোর আর্জি নিয়ে প্রচার চালাল ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন। দুর্গাপুর স্টেশন বাজারে এদিন ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রচার চালানো হয়েছে। এদিন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সদস্যরা দুর্গাপুর স্টেশন বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের কাছে আবেদন করেছেন, স্থানীয় ডিস্ট্রিবিউটরদের কাছে থেকে জিনিসপত্র কেনার জন্য।
advertisement
আরও পড়ুনঃ শীতের দুপুর উপভোগ্য করে তুলতে পানাগড়ে এক দিবসীয় কাবাডি প্রতিযোগিতা
ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি, করোনা অতিমারির সময় মানুষের পাশে থেকে ছিলেন ডিস্ট্রিবিউটররা। ব্যবসায়ীদের কাছে মাল পৌঁছে দিয়েছিলেন মানুষের ঘরে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু যখন অনলাইনে মানুষ বেশি অভ্যস্ত হয়ে পড়েছে, তখন উপার্জনে টান পড়ছে এই সমস্ত ডিস্ট্রিবিউটরদের। সেজন্যই তারা ব্যবসায়ীদের কাছে আবেদন জানিয়েছেন, তাদের কাছে থেকেও মাল কেনার জন্য। একই দাবি তারা রেখেছেন অন্য সাধারণ ক্রেতাদের কাছেও।
Nayan Ghosh