ডেঙ্গি রুখতে সরকার নানান পদক্ষেপ নিয়েছে। জায়গায় জায়গায় ছড়ানো হচ্ছে মশা নিধনকারী কীটনাশক। তবে সেই তালিকায় ব্যতিক্রম পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারডিহি গ্রামের বেশ কিছু জায়গা। সেখানে জমা জলে বংশবৃদ্ধি হচ্ছে মশার। জমা জলে মশার লার্ভা দেখে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের। এলাকায় হঠাৎ করে ডেঙ্গি সংক্রমণ বাড়লে কি পরিস্থিতি হতে পারে, তা ভেবেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন গ্রামের মানুষ।
advertisement
আরও পড়ুনঃ রাস্তা নাকি পুকুর! বোঝাই দায়! 'মরণফাঁদ' বলছেন মানুষ
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, নবগ্রাম পঞ্চায়েতের তরফে কোন উদ্যোগ নেই ডেঙ্গি প্রতিরোধের জন্য। এলাকায় ছড়ানো হয় না কোন রকমের কীটনাশক। তাই ডেঙ্গির আতঙ্ক নিয়েই বসবাস করতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা। যদিও এই ব্যাপারে তৃণমূলের নবগ্রাম অঞ্চল সভাপতি খোকন মন্ডল জানান, পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন জায়গায় ডেঙ্গি প্রতিরোধে কর্মসূচি নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ রাস্তার টেন্ডার নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ! রাজনৈতিক দ্বন্দ্ব
ছড়ানো হচ্ছে কীটনাশক এবং খুব শীঘ্রই কুমারডিহি গ্রামের বিশেষ জায়গাগুলি, যেখানে জমা জলে মশার বংশবৃদ্ধি হয়েছে, সেই সব জায়গায় ছড়ানো হবে কীটনাশক। পাশাপাাশ তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেছেন, নিজেরা সতর্ক থাকুন। জমা জল বাড়ির আশেপাশের রাখবেন না। মশারি টাঙান সুস্থ থাকুন। জ্বর সর্দি হলে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
Nayan Ghosh