বামেদের আয়োজিত ম্যারাথন দৌড়ে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল যথেষ্ট ভাল। সেখানেই দুর্গাপুর পুরসভার দ্রুত নির্বাচনের দাবি তুলে ধরা হয়। পাঁচ কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে অংশ নেন বাম নেতারাও। রাজ্যের শাসক দল তৃণমূল ও কেন্দ্রের শাসক দল বিজেপির দিক থেকে সাধারণ মানুষের নজর ঘোড়াতে এই অভিনব উপায়ে প্রচার করল সিপিএম।
আরও পড়ুন: জয়দেবের মেলা ঘিরে আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা
advertisement
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, অভিনব এই ম্যারাথনের মাধ্যমে যেমন ভাবে বামেরা ভোটের দাবি তুলে ধরল তা নতুন প্রজন্মের মনে ভাল ছাপ ফেলতে পারে। বৃহস্পতিবার দুর্গাপুর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের হোম গার্ড হেড কোয়ার্টার থেকে ম্যারাথন শুরু হয়। শেষ হয় ৪০ নম্বর ওয়ার্ডের গোলপার্ক মোড়ে। 'দ্রুত ভোট চাই নগর নিগমে' এই দাবি তুলে ধরে ৫ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, দুর্গাপুরের বন্ধ সার কারখানার গেটে আগামী ১২ জানুয়ারি সভা করবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন সেই সভার প্রচারও করা হয়।
সিপিএমের দাবি, দুর্গাপুর নগরনিগমে প্রশাসক বসিয়ে রাজ্য সরকার কাজ চালানোর চেষ্টা করলেও যাবতীয় পরিষেবা ভেঙে পড়েছে। এই প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, তৃণমূল ভোট এড়াতে চাইছে। প্রশাসক বসিয়ে নগর নিগম চালাচ্ছে। তাই দ্রুত ভোটের দাবি তুলে আম জনতাকে সচেতন করার জন্যই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
নয়ন ঘোষ