Birbhum News : জয়দেবের মেলা ঘিরে আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা

Last Updated:

করোনা পরিস্থিতি কাটিয়ে এবার অবস্থা কিছুটা ভাল। তাই কেন্দুলির জয়দেবের মেলায় অতীতের মতো ফের লাখ লাখ পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা সকলের। আর তাতেই আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা

+
কেন্দুলির

কেন্দুলির জয়দেবের মেলা

#বীরভূম: মকর সংক্রান্তি আর কেন্দুলির জয়দেবের মেলা যেন সমার্থক। মকর সংক্রান্তির দিন রাজ্যের যে সকল জায়গায় পুণ্যস্নান হয় তার অন্যতম হল এই জয়দেবের মেলা। প্রতি বছর এই মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তবে গত দু'বছর করোনার কারণে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফলে কেন্দুলির জয়দেবের মেলায় গত দু'বছর বিশেষ একটা লোকসমাগম হয়নি। তবে এই বছর পরিস্থিতি তুলনায় অনেকটাই ভালো। তাই ফের এই বছর জয়দেবের মেলা আগের মত জমজমাট হয়ে উঠবে বলে আশা করছেন সেখানকার ব্যবসায়ীরা।
কেন্দুলির মেলা নিয়ে ইতিমধ্যেই একটি প্রশাসনিক বৈঠক হয়ে গিয়েছে। সেই বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, গত দু'বছর কোভিড অতিমারি চলাকালীন পুণ্যার্থীরা এলেও তাঁরা ভয়ে ছিলেন। এই বছর এখনও পর্যন্ত ভয়ের কোন‌ও কারণ নেই। তাই মেলা ভালভাবে হবে। এটা এলাকার ব্যবসায়ী থেকে বাসিন্দা প্রত্যেকেরই স্বপ্নের মেলা।
advertisement
advertisement
মন্ত্রীর এই আশ্বাসবাণীর পর ব্যবসায়ীরা আশার আল দেখছেন। আগের মত পুণ্যার্থীদের আগমনে হলে কেনাকাটা অনেকটাই বাড়বে বলে তাঁদের আশা। জয়দেবের মেলার ব্যবসায়ীরা জানান, করোনা পরিস্থিতি চলাকালীন খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে দিন কেটেছে। গত বছর মকর সংক্রান্তির সময় হাতেগোনা কিছু পুণ্যার্থীর আগমন ঘটলেও সেভাবে কেনাকাটা করতে দেখা যায়নি। গত দু'বছরের সেই ভাঁটা এই বছর পূরণ হবে বলেই বিশ্বাস তাঁদের।
advertisement
কেন্দুলিতে যে মেলার আয়োজন করা হয় সেই মেলা সরকারিভাবে তিন দিন বা চার দিনের হয়। তবে ভাঙা মেলা হিসেবে এই মেলা চলে সাত দিনের‌ও বেশি। এই মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতে দেখা যায় ব্যবসায়ীদের। বীরভূমের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরায় এসে ভিড় করেন এই মেলায়।
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : জয়দেবের মেলা ঘিরে আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement