জানা গিয়েছে, কাঁকসার শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি ফাঁকা জমি পড়েছিল। হঠাৎ করেই কিছু অসাধু ব্যক্তি ওই জায়গায় বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। তখনই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় স্থানীয়দের মধ্যে। যারা বাড়ি নির্মাণ করছিলেন, তাদেরকে বিষয়টি জানানো হলে তারা বলেন তাদের কাছে বৈধ দলিল রয়েছে। কিন্তু সেই দলিল তারা দেখাতে পারেননি।
advertisement
অন্যদিকে স্থানীয় মানুষজন জায়গার দাগ নম্বর খতিয়ে দেখতে পান, ওই জায়গাটি সরকারি জমি। এরপরই তারা স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে যান। তিনি উপদেশ দেন বিষয়টি প্রশাসন এবং বিএলআরও'কে জানাতে। এ বিষয়ে কাঁকসা পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে।
স্থানীয় মানুষজনের অভিযোগ, ওই জায়গাটি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে। জায়গাটি ভেস্টের জমি। কিন্তু কিছু মানুষ ওই জায়গা দখল করে নির্মাণ কাজ শুরু করেছে। তাই তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখিয়ে এই অবৈধ নির্মাণের কাজও বন্ধ করে দিয়েছেন। তারা বলছেন, সরকারি জমি দখল করে যদি এইভাবে অবৈধ নির্মাণ গড়ে তোলা হয়, তাহলে আর কোনও ফাঁকা জায়গা পড়ে থাকবে না। যা পরিবেশের জন্য যথেষ্ট ক্ষতিকর হবে। পাশাপাশি তা স্থানীয় মানুষের জন্যও ক্ষতিকর হবে।
নয়ন ঘোষ