সূত্রের খবর, আসানসোলের পোলোগ্রাউন্ডে হতে পারে মুখ্যমন্ত্রীর সভা। যদি বিশেষ কোনও পরিবর্তন না হয়, তাহলে এই জায়গাতেই মুখ্যমন্ত্রী সভা করবেন। তবে যদি কোন কারণে পোলো গ্রাউন্ডের সভা বাতিল করতে হয়, তার জন্য আরও তিনটি জায়গা বেছে রাখা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। সেজন্যই এদিন পোলোগ্রাউন্ডের পাশাপাশি আরও তিনটি মাঠ পরিদর্শন করেছেন জেলাশাসক, পুলিশ কমিশনার সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্তারা।
advertisement
আরও পড়ুন - দেশের স্বর্ণকন্যা সীমা দত্ত! জয় চারটি সোনার পদক
জানা গিয়েছে, আগামী ২৭ তারিখ পূর্ব বর্ধমানের একটি সভা করবেন মুখমন্ত্রী। তারপর সেখান থেকে দুর্গাপুরে আসবেন তিনি। দুর্গাপুরের সার্কিট হাউসে করবেন রাত্রি বাস। পরদিন আসানসোলে মুখ্যমন্ত্রীর জনসভা করবেন বলে প্রশাসন সূত্রে খবর। সেজন্যই মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেজন্য এদিন আসানসোলের পোলো গ্রাউন্ড জেলা প্রশাসনের কর্তারা পরিদর্শন করেছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে পুলিশ কমিশনারের একটি বিশেষ বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে এই পরিদর্শন করা হয়েছে বলে খবর। তারপর শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর রাত্রিবাসের জন্য দুর্গাপুরের সার্কিট হাউস সাজানোর কাজ কর্ম ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গিয়েছে।