TRENDING:

Paschim Bardhaman News: রক্তদান শিবিরের আমন্ত্রণ যায়নি! কুলটি কলেজে ছাত্র গোষ্ঠীর সংঘর্ষ

Last Updated:

রক্তদান শিবিরকে কেন্দ্র করে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সংঘর্ষ বাম ছাত্র সংগঠন এসএফআই এবং তৃণমূল ছাত্র সংগঠনের মধ্যে। দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে বচসা হাতাহাতি থেকে সংঘর্ষের রূপ নেয় বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুলটি : রক্তদান শিবিরকে কেন্দ্র করে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সংঘর্ষ বাম ছাত্র সংগঠন এসএফআই এবং তৃণমূল ছাত্র সংগঠনের মধ্যে। দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে বচসা হাতাহাতি থেকে সংঘর্ষের রূপ নেয় বলে জানা গিয়েছে। যদিও ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে হাজির হয় কুলটি থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও উত্তেজনাময় পরিস্থিতি জারি রয়েছে কুলটি কলেজে। পাশাপাশি অভিযোগ উঠছে, বেশকিছু বহিরাগত ছাত্র এই সংঘর্ষে মদত দিয়েছ।
advertisement

দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে এই হাতাহাতির জেরে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে খবর। পাশাপাশি এক কলেজ কর্মী ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। রক্তদান শিবিরকে কেন্দ্র করে দুই ছাত্র-গোষ্ঠীর এই সংঘর্ষে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, কুলটি কলেজে এদিন দুপুরে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়েছে। যার জেরে আহত হয়েছেন কয়েকজন ছাত্র ও একজন কলেজ কর্মী।

advertisement

আরও পড়ুনঃ খনি ভরাটে নতুন পদ্ধতি! বরাতজোরে রক্ষা ২ কর্মীর

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, এদিন সকাল থেকে কলেজ প্রাঙ্গনে বাম ছাত্র সংগঠন এসএফআই এর তরফে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে শুরু হয় বচসা। কলেজের ওপর ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে বচসা হত এসএফআই - এর। বচসার জেরে শুরু হয় হাতাহাতি। তা থেকে সংঘর্ষে জড়িয়ে যান দুই ছাত্র গোষ্ঠীর সদস্যরা। যার ফলে আহত হয়েছেন একাধিক ছাত্র। ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ কুলটি কলেজ প্রাঙ্গনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

advertisement

View More

আরও পড়ুনঃ মাঝ রাস্তায় মহাভোজ! রাস্তায় আটকে পড়া চালকদের খাওয়ালেন স্থানীয়রা

ঘটনা প্রসঙ্গে কুলটি কলেজের প্রিন্সিপাল সুপ্রিয় চক্রবর্তী বলেছেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। যার জেরে এই ঘটনাটি হয়েছে। তবে সব মিটে গিয়েছে। বিষয়টি নিয়ে আর কোনও সমস্যা নেই। তবে টিএমসিপি-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রক্তদান শিবিরে ছাত্র ছাড়াও বহিরাগতরা এসেছিলেন। সেটাকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। যদিও এসএফআই-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, যারা এসেছিলেন তারা সকলে কলেজের ছাত্র। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কুলটি কলেজে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: রক্তদান শিবিরের আমন্ত্রণ যায়নি! কুলটি কলেজে ছাত্র গোষ্ঠীর সংঘর্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল