দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে এই হাতাহাতির জেরে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে খবর। পাশাপাশি এক কলেজ কর্মী ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। রক্তদান শিবিরকে কেন্দ্র করে দুই ছাত্র-গোষ্ঠীর এই সংঘর্ষে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, কুলটি কলেজে এদিন দুপুরে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়েছে। যার জেরে আহত হয়েছেন কয়েকজন ছাত্র ও একজন কলেজ কর্মী।
advertisement
আরও পড়ুনঃ খনি ভরাটে নতুন পদ্ধতি! বরাতজোরে রক্ষা ২ কর্মীর
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, এদিন সকাল থেকে কলেজ প্রাঙ্গনে বাম ছাত্র সংগঠন এসএফআই এর তরফে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে শুরু হয় বচসা। কলেজের ওপর ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে বচসা হত এসএফআই - এর। বচসার জেরে শুরু হয় হাতাহাতি। তা থেকে সংঘর্ষে জড়িয়ে যান দুই ছাত্র গোষ্ঠীর সদস্যরা। যার ফলে আহত হয়েছেন একাধিক ছাত্র। ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ কুলটি কলেজ প্রাঙ্গনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
আরও পড়ুনঃ মাঝ রাস্তায় মহাভোজ! রাস্তায় আটকে পড়া চালকদের খাওয়ালেন স্থানীয়রা
ঘটনা প্রসঙ্গে কুলটি কলেজের প্রিন্সিপাল সুপ্রিয় চক্রবর্তী বলেছেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। যার জেরে এই ঘটনাটি হয়েছে। তবে সব মিটে গিয়েছে। বিষয়টি নিয়ে আর কোনও সমস্যা নেই। তবে টিএমসিপি-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রক্তদান শিবিরে ছাত্র ছাড়াও বহিরাগতরা এসেছিলেন। সেটাকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। যদিও এসএফআই-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, যারা এসেছিলেন তারা সকলে কলেজের ছাত্র। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কুলটি কলেজে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
Nayan Ghosh