Paschim Bardhaman News: খনি ভরাটে নতুন পদ্ধতি! বরাতজোরে রক্ষা ২ কর্মীর
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন দুই খনি কর্মী। কর্তৃপক্ষের নতুন পদক্ষেপ। আর যার জেরে এই বিপত্তি। যদিও কোলিয়ারি কর্তৃপক্ষের দাবি, নতুন এই পদ্ধতি পরীক্ষা মূলকভাবে অনেক জায়গাতেই সফল হয়েছে।
#অন্ডাল : বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন দুই খনি কর্মী। কর্তৃপক্ষের নতুন পদক্ষেপ। আর যার জেরে এই বিপত্তি। যদিও কোলিয়ারি কর্তৃপক্ষের দাবি, নতুন এই পদ্ধতি পরীক্ষা মূলকভাবে অনেক জায়গাতেই সফল হয়েছে। কিন্তু দুর্ঘটনার পর খনি কর্মীদের দাবি, এই পদ্ধতি অবলম্বন করলে আগামী দিনে আরও বড় দুর্ঘটনা হতে পারে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অন্ডালের পরাশকোল কোলিয়ারি এলাকায়।
জানা গিয়েছে, অন্ডালের পরাশকোল কোলিয়াড়িতে খনি ভরাটের জন্য বালির বদলে নতুন এক ধরনের মাটির মতো পদার্থ ব্যবহার করা হচ্ছে। যে পদার্থের সঙ্গে জল মিশ্রণ করলে, তা জমাট বেঁধে খনি ভরাটের কাজ করছে। এদিন সেই পদার্থ দিয়ে খনি ভরাট করতে বাংকারে নেমেছিলেন দুই খনি কর্মী। কিন্তু তাদের দাবি, ওই পদার্থের সঙ্গে জল মেশানো মাত্রই তা এক জায়গায় দলা পাকিয়ে জমাট বেধে যায়। ফলে মুহূর্তের মধ্যেই জলে ভর্তি হয়ে যায় ওই বাংকার। দুই খনি কর্মী দাবি করছেন, বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি তারা উপরে উঠে আসেন।
advertisement
আরও পড়ুনঃ মাঝ রাস্তায় মহাভোজ! রাস্তায় আটকে পড়া চালকদের খাওয়ালেন স্থানীয়রা
কিন্তু যদি উঠে না আসতে পারতেন, তাহলে সেখানে মৃত্যু হত তাদের। আর এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কিত ওই কোলিয়ারির খনি কর্মীরা। খনি ভরাটের জন্য বিকল্প এই পদ্ধতি অবলম্বনে নারাজ তারা। এই বিষয়ে কোলিয়ারির ম্যানেজার জানিয়েছেন, বিকল্প এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে দক্ষিণ ভারতে বেশ কিছু খনিতে, এবং সেখানে এই পদার্থটি সফলভাবে ব্যবহার করা যাচ্ছে। কিন্তু এই কয়লা ব্যাংকারে কেন পদার্থটি ব্যবহার করা যাচ্ছে না, সেটি নিয়ে বিচার করা হবে বলেও জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বন্ধ দেখে হতাশ হবেন না! নতুন রূপে ফিরবে রেস্টুরেন্ট অন হুইলস
উল্লেখ্য, খনি ভরাটের জন্য মূলত বালি ব্যবহার করা হয়। কিন্তু এই বিষয়ে কোলিয়ারির ম্যানেজার জানিয়েছেন, বর্তমানে সব সময় বালি পাওয়া যাচ্ছে না। তাছাড়া বালির দাম বেড়ে যাচ্ছে। বালি নিয়ে আসতে অনেক সমস্যা হচ্ছে। সেজন্যই এই বিকল্প পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। তবে তা নিয়ে কেন সমস্যা দেখা দিয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পরাশকোল কোলিয়ারির ম্যানেজার।
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
November 26, 2022 5:43 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: খনি ভরাটে নতুন পদ্ধতি! বরাতজোরে রক্ষা ২ কর্মীর