TRENDING:

Paschim Bardhaman: স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি, হর ঘর তিরঙ্গায় পড়ুয়াদের হাতে জাতীয় পতাকা

Last Updated:

দেশের ৭৫ তম স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসব প্রকল্প চলছে এক বছর ধরে। তার মধ্যেই স্বাধীনতা দিবসের আগে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য হর ঘর তিরঙ্গা প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল : দেশের ৭৫ তম স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসব প্রকল্প চলছে এক বছর ধরে। তার মধ্যেই স্বাধীনতা দিবসের আগে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য হর ঘর তিরঙ্গা প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। প্রত্যেকটি বাড়িতে ডিজিটালি এবং বাস্তবে জাতীয় পতাকা উত্তোলনের ডাক দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। সেই ডাকে সাড়া দিয়ে পড়ুয়াদের হাতে দেশের জাতীয় পতাকা তুলে দিল সিআইএফএফ। সিআইএসএফ বার্নপুর ইউনিটের উদ্যোগে বার্নপুর গার্লস হাই স্কুল এবং বয়েজ হাই স্কুলের পড়ুয়াদের হাতে এদিন জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। আগস্ট মাস জুড়ে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা প্রকল্প পালন করা হচ্ছে। প্রকল্পের অধীনে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া, সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে জাতীয় পতাকা।
advertisement

স্বাধীনতা দিবসে যাতে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা দেখা যায়, তার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। এমনিতেই বাজারে এই মুহূর্তে জাতীয় পতাকার চাহিদা তুঙ্গে রয়েছে। তার মধ্যে হর ঘর তিরঙ্গা প্রকল্পে জাতীয় পতাকা তুলে দেওয়া হল দুটি স্কুলের শতাধিক পড়ুয়ার হাতে।

আরও পড়ুনঃ ১ কেজি ডালে হয় ২০০ পড়ুয়ার রান্না! মারাত্মক অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

advertisement

জাতীয় পতাকা তুলে দেওয়ার পর পড়ুয়ারা সেই জাতীয় পতাকা হাতে নিয়ে কার্যত ফটোসেশন করছে। যে দৃশ্য নজর কেড়েছে সকলের। পড়ুয়াদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়ার পর, যাতে পতাকার কোন রকম অবমাননা না হয় বা যথাযথভাবে পতাকার সম্মান রক্ষা করা যায়, তার জন্য সিআইএসএফের অধিকারিক এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের কাছে আবেদন জানিয়েছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি, হর ঘর তিরঙ্গায় পড়ুয়াদের হাতে জাতীয় পতাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল