এই খুনের নেপথ্যে কে বা কারা রয়েছেন, তার কিনারা করতে পুলিশ সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কের ধারে ল্যাংচার দোকানের সামনে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে৷ ভর সন্ধ্যায় একটি নীল গাড়িতে করে এসে রাজু ঝাকে খুন করে চলে গিয়েছে দুষ্কৃতীরা।
আরও পড়ুন: সাইকেল চুরির কিনারা করতে গিয়ে এগুলি কী উদ্ধার হল? নবদ্বীপে তোলপাড়
advertisement
গাড়িটির সূত্র ধরে শক্তিগড়, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় তদন্ত করছেন গোয়েন্দারা। তার মধ্যেই হাতে এল রাজু ঝাকে খুন করার সময়ের সিসিটিভি ফুটেজ। রূদ্ধশ্বাস দু মিনিটে দেখা গিয়েছে, নীল গাড়িতে করে আসে দুষ্কৃতীরা।
গাড়িটিকে রাজু ঝা-এর গাড়ির সামনে দাঁড় করানো হয়। তারপর দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে সাদা এসইউভি-র পিছন দিকে যায়। তারপর দুজন একদম সামনে থেকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে ব্যবসায়ী রাজু ঝাকে। দেখুন সেই রুদ্ধশ্বাস সিসিটিভি ফুটেজ।