কোথায় রয়েছে এমন দোকান? কোথায় চলে এই সুযোগ? জেনে রাখলে আপনার সুবিধা হবে। নামমাত্র দামে এখানে নানারকম জিনিস কেনার সুযোগ পাবেন আপনি। দোকানের নামেই লুকিয়ে রয়েছে এই বিশেষ অফার। যেখানে মাত্র ৯৯ টাকায় পেয়ে যাবেন সবকিছু। গিফট আইটেম থেকে শুরু করে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী, রান্নার জিনিস, ঘর সাজানোর আইটেম – পছন্দ মতযে কোনও জিনিস কিনতে পারবেন মাত্র ৯৯ টাকার বিনিময়ে।
advertisement
আরও পড়ুন : গরম পড়ার আগেই চলে এসেছিলেন ওঁরা, কিন্তু মনোরম আবহাওয়ায় ব্যবসায় মন্দা
পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ বাজার। সেখানে রয়েছে ৯৯ স্টোর। এই দোকানে গেলেই পাবেন বিশাল সম্ভার। যেখানে হরেক মাল পাবেন ৯৯ টাকায়। প্রতিদিন সকালে এই দোকান খুলে দেওয়া হয় আটটার মধ্যে। দুপুরে কিছুক্ষন বন্ধ থাকলেও আবার বিকেল চারটের পর থেকে দোকান খুলে দেওয়া হয়। খোলা থাকে রাত ৯’টা পর্যন্ত। তবে এই দোকানে দামাদামির কোনও সুযোগ নেই।
এই বিষয়ে দোকানের এক কর্মচারী কোয়েল সিং বলছেন, তারা বাইরে থেকে মাল কিনে আনেন। যে কারণে বাজারের অন্যান্য দোকানের তুলনায় দাম অনেকটা কম হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ফলে ক্রেতাদের কাছেও রয়েছে দারুণ চাহিদা। সবমিলিয়ে এই ৯৯ স্টোর স্থানীয় বাসিন্দাদের কাছেও বেশ জনপ্রিয়।
নয়ন ঘোষ