এখানকার শিল্পপতি ও ব্যবসায়ীদের অভিযোগ, তাঁরা দুর্গাপুরে ব্যবসা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা বেশি অসুবিধায় পড়ছেন। এর জন্য ব্যবসায়ীরা কাঠগড়ায় তুলেছেন দুর্গাপুর পুরনিগমের টোল ট্যাক্স ব্যবস্থাকে। দুর্গাপুর পুরনিগম বিভিন্ন শিল্প তালুক থেকে টোল ট্যাক্স আদায় করে। যা নিয়ে বিরক্ত শিল্পপতিরা। তাঁরা বলছেন, এই টোল ট্যাক্সের জন্য অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
advertisement
দুর্গাপুরের ব্যবসায়ী ও শিল্পপতিদের অভিযোগটা ঠিক কী? শিল্পপতিরা বলছেন, পশ্চিম বর্ধমান জেলায় পানাগড় সহ একাধিক শিল্প তালুক আছে। বেশ কয়েকটি শিল্প তালুক আছে শহর দুর্গাপুরেও। এরমধ্যে যে শিল্পতালুকগুলি দুর্গাপুর পুরনিগমের অন্তর্গত সেখান থেকে টোল ট্যাক্স আদায় করে দুর্গাপুর পুরনিগম। অভিযোগ, এই টোল ট্যাক্সের পরিমাণ অনেক বেশি। আর তাই পরিবহণ সংস্থার গাড়িগুলি অনেক সময় দুর্গাপুরের শিল্প তালুকে ঢুকতে চাইছে না। ফলে উৎপাদিত দ্রব্য পরিবহনে সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের।
আরও পড়ুন: কন্যাশ্রী দফতরে ফোন করে নিজের বিয়ে আটকাল দশম শ্রেণির ছাত্রী
ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপতিরা বলছেন, অন্য শিল্প তালুকগুলিতে টোল ট্যাক্স না নেওয়া হলেও দুর্গাপুরে এই টোল ট্যাক্স নেওয়া হচ্ছে। যার ফলে মাল আমদানি, রপ্তানি করতে সমস্যা হচ্ছে। তাই শিল্পপতিদের আবেদন, অবিলম্বে টোল ট্যাক্সের পরিমাণ কমানো হোক।
এর পাশাপাশি শিল্প তালুকগুলির রাস্তা নিয়েও মুখ খুলেছেন ব্যবসায়ী ও শিল্পপতিরা। সেগুলির করুণ দশা। অবশ্য পুর প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত রাস্তাগুলি সারাই করা হবে।
নয়ন ঘোষ