অপহরণকারী ব্যবসায়ির মা জানিয়েছেন, অভিযুক্ত ব্যবসায়ী সন্তোষ দে তার ছেলের কাছ থেকে তিন লক্ষ আশি হাজার টাকার কড়াই কিনেছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন টাকা ফেরত দিয়ে দেবেন সময় মতো। কিন্তু টাকা পরিশোধ করছিলেন না তিনি।
আরও পড়ুন- বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড
advertisement
এমন কী টাকা পেতে তাঁরা ব্যবসায়ীর বাড়ি কাটোয়াতেও গিয়েছিলেন। সেখানকার স্থানীয় কাউন্সিলরের কাছে অনুরোধ করেছেন টাকা ফেরত পাওয়ার জন্য। কিন্তু সেসব দিকে কর্ণপাত করেননি ব্যবসায়ী সন্তোষ দে। তারপরেই তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, এদিন একটি বাসে করে আসছিলেন অপহৃত ব্যবসায়ী। সে সময়ই বিরুডিহা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাকে বাস থেকে নামিয়ে, একটি ছোট গাড়িতে করে তুলে নিয়ে চলে যাওয়া হয়। চারজন মিলে তাকে ছোট গাড়িতে তুলে নিয়ে চলে গিয়েছিল বলে অভিযোগ। পরে জামুরিয়ার কাছে নাকা চেকিং এ অভিযুক্তদের ধরে ফেলা হয়। আসানসোলের রেলপাড়ের ব্যবসায়ী সহ তার সাগরেরদের তুলে দেওয়া হয়েছে কাঁকসা থানার পুলিশের হাতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অপহৃত ব্যক্তি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
Nayan Ghosh