গ্রামবাসীরা জানিয়েছেন, জাতীয় সড়ক সম্প্রসারণের আগে এই গ্রামে ঢোকা বেরোনো নিয়ে কোনও সমস্যা ছিল না। জাতীয় সড়ক সম্প্রসারণ হওয়ার পর গ্রামে ঢোকার জন্য তৈরি করা হয়েছিল লিঙ্ক রোড। কিন্তু ওই লিঙ্ক রোড ব্যবহার করে অনেক ছোট গাড়ি মূল জাতীয় সড়কে নিয়ম ভেঙে উঠে পড়ছিল। তাতে বাড়ছিল দুর্ঘটনার আশঙ্কা। আর তাই লিঙ্ক রোড বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে গ্রামবাসীদের দাবি, ওই লিঙ্ক রোড বন্ধ করে দিলে তাঁদের গ্রামে ঢোকা বা বেরোনোর পথ বন্ধ হয়ে যাবে। জাতীয় সড়ক পারাপার করা যাবে না। ফলে গ্রামবাসীদের রোজের কাজ লাটে উঠবে। আর তাই লিঙ্ক রোড বন্ধ করার কাজ শীতলা গ্রামের মানুষ বন্ধ করে দেয়।
advertisement
আরও পড়ুন: ক্লাস চলাকালীন খসে পড়ছে ছাদের চাঙড়! প্রাণ হাতে নিয়ে পড়াশোনা কচিকাঁচাদের
লিংক রোড বন্ধ করার বিরোধিতা করে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের দাবি, লিঙ্ক রোড বন্ধ করা হলে ওই জায়গায় ওভারব্রিজ তৈরি করে দিতে হবে। যাতে তাঁরা জাতীয় সড়ক পারাপার করতে পারেন। নয়তো ওই জায়গায় আন্ডারপাস করে দিতে হবে গ্রামের মানুষের জন্য। এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেয়। তারপর গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।
নয়ন ঘোষ