তারপর থেকেই ভুল চিকিৎসা করা হয়েছে বলে অভিযোগ। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার ভুল ইনজেকশন দেওয়া হয়েছে। তারপর থেকেই আর জ্ঞান ফেরেনি লক্ষী দেবীর। তারপর এদিন সকালে লক্ষ্মী দেবী মারা গিয়েছেন বলে পরিবারকে জানানো হয়। এই ঘটনার পরেই ওই রোগীর পরিবার-পরিজন এবং এলাকাবাসীরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ওই বেসরকারি হাসপাতালে সরব হয়েছিলেন। হাসপাতালের মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ শুরু করে দেন তারা।
advertisement
আরও পড়ুনঃ বৈদ্যুতিক ভ্রাম্যমান গ্রন্থাগারের উদ্বোধন জেলায়
ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সামাল দিতে গেলে পুলিশের সঙ্গেও হয় ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। উত্তেজনা সামাল দিতে আনা হয় কমব্যাট ফোর্স। তারপরও দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন ওই রোগীর পরিবার পরিজন এবং স্থানীয়রা। অন্যদিকে এই বিক্ষোভের জেরে কিছুটা সমস্যার মুখে পড়েছেন হাসপাতালে চিকিৎসারত অন্যান্য রোগী এবং তাদের আত্মীয়রা। হাসপাতাল জুড়ে এদিন সকাল থেকে থমথমে পরিস্থিতি।
Nayan Ghosh





