আরও পড়ুন: যানজটে দাঁড়িয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, হাতে আর মাত্র ১০ মিনিট! দেবদূত হয়ে এল সাদা জিপ
জানা যায়, পশ্চিম বর্ধমানের ভরতপুর গ্রামে প্রাচীন স্থাপত্যের এই ঐতিহ্যটি বহুকাল আগে নির্মিত হয়েছিল। কালের নিয়মে তো চাপা পড়ে গিয়েছিল। ওই জায়গায় স্থানীয়দের খনন কার্যের ফলে আবার মাটি ছুড়ে বেরিয়ে এসেছিল ইতিহাস। কিন্তু ইতিহাসের সাক্ষী এই জায়গাটি পড়েছিল অযত্নে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, জায়গাটিকে সাজিয়ে গুছিয়ে যত্ন সহকারে রাখলে, তা পর্যটকদের কাছে আকর্ষণের একটি জায়গা হবে। যার ফলে ওই এলাকারও উন্নতি হবে। নানাভাবে লাভবান হবেন স্থানীয় মানুষ।
advertisement
আরও পড়ুনঃ সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন, মালদহ থেকে ছুটবে মুম্বই, জানুন সময়সূচি
বেশ কয়েক দশক আগে ওই জায়গায় কিছু খনন কাজ হলেও, জায়গাটিকে সাজানোর জন্য তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমানে ওই জায়গায় খনন কাজ চলছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশজুড়েই বিভিন্ন প্রাচীন স্থাপত্য গুলির পুনরুদ্ধার কাজ চলছে। যার মধ্যে রয়েছে ভরতপুরের এই বৌদ্ধ স্তূপটি। জায়গাটিকে আবার উদ্ধার করে সেখানে সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়ায় খুশি এলাকাবাসী।
Nayan Ghosh