গ্রামের আদি বাসিন্দারা জানিয়েছেন, গ্রামে একসময় অনেকগুলি পরিবারের বসবাস ছিল। ছিল পাকা বাড়ি। কিন্তু সেসময় বিদ্যুৎ এবং যাতায়াতের ব্যবস্থা ভাল ছিল না। প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু সেই দাবি সম্পূর্ণ হয়নি। তারপরেই গ্রামের বেশিরভাগ মানুষ আশপাশের অন্যান্য জায়গায় চলে যেতে শুরু করেন। স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন সেখানেই।
আরও পড়ুন: কোথা থেকে এল টাকা? সেই টাকা নিয়েই বিবাদ! ঘটল ভয়াবহ কাণ্ড!
advertisement
যদিও গ্রামের বাসিন্দারা অপদেবতার বিষয়টিতে তেমনভাবে আমল দিতে চান না।কিন্তু বর্তমানের বেনাগ্রাম দিনের আলোতেও ভূতুড়ে চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকে। আশপাশের অনেকেই এখনও বেনাগ্রামে অপদেবতার উপদ্রব রয়েছে বলেই বিশ্বাস করেন। এমনকি জেলা প্রশাসনের তরফ থেকেও বেনা গ্রামে এই ভূতুড়ে পরিবেশকে কেন্দ্র করে পর্যটন স্থল গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হচ্ছে। তবে বছরের অন্যান্য সময় যেমনই থাকুক না কেন, দুদিনের জন্য বেনাগ্রাম ফিরে পায় কয়েক দশক আগের চেহারা।
Nayan Ghosh