উল্লেখ্য, চলতি পঞ্চায়েত নির্বাচনে আমরাসোতা দখলের জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল তৃণমূল এবং বিজেপি। তবে তা হয়নি। দিকে দিকে যখন শাসক দলের জয়জয়কার হয়েছে, তখন আমরাসোতা পঞ্চায়েতে নিজেদের জয় ধরে রাখতে পেরেছিল বামেরা। সেই আমরাসোতা পঞ্চায়েতেই হল বামেদের বোর্ড গঠন। নব নির্বাচিত প্রধান বলেছেন, মানুষের ভোটে তারা বোর্ড গঠন করতে পেরেছেন। তাদের প্রাথমিক লক্ষ্য স্থানীয় মানুষের উন্নতি করা। প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে তিনি প্রথমেই নজর দেবেন এলাকার নিকাশি ব্যবস্থার দিকে। পাশাপাশি যাতে ১০০ দিনের কাজের টাকা যাতে স্থানীয়রা পান, সেদিকেও তিনি নজর দেবেন।
advertisement
আরও পড়ুন: কুমোরটুলি থেকে পাঠানো প্রথম শোলার প্রতিমা পুজো হয়েছিল বিদেশে! কোন দেশে জানেন?
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে আমরাসোতা পঞ্চায়েতে গিয়েছে বামেদের দখলে। ক্ষমতায় আসার পর বিগত দুটি পঞ্চায়েত নির্বাচনেও আমরাসোতা পঞ্চায়েত দখল করতে পারেনি তৃণমূল। তৃতীয়বারের পঞ্চায়েত নির্বাচনেও শাসকদলের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। ২০২৩ এর বিপুল সবুজ ঝড়েও অভেদ্য বাম দুর্গ থেকে গিয়েছে আমরাসোতা এলাকা। সেখানেই বোর্ড গঠন করল বামেরা। স্থানীয়দের আশা, গতবারের মত এবারের জয়ী প্রার্থীরা হয়ত দল বদল করে অন্য দলে নাম লেখাবেন না।
Nayan Ghosh