TRENDING:

Bardhaman News: জেলার একমাত্র বাম পরিচালিত পঞ্চায়েত! বোর্ড গঠন করলো CPIM

Last Updated:

Bardhaman News: এটি জেলার একমাত্র পঞ্চায়েত, যেখানে ২০১১ সালের পালাবদলের পরেও বামেদের হারানো যায়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : জেলার একমাত্র পঞ্চায়েত, যেখানে হার মানতে  হয়েছে শাসক দলকে। জয়ের ধারা অব্যাহত রেখে সেখানে বোর্ড গঠন করল লাল ব্রিগেড। রানীগঞ্জের আমরাসোতা পঞ্চায়েতে বোর্ড গঠন করল বামেরা। পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন সঞ্জয় হেমব্রম। উপপ্রধান নির্বাচিত হয়েছেন ববিতা বাউরি। এটি জেলার একমাত্র পঞ্চায়েত, যেখানে ২০১১ সালের পালাবদলের পরেও বামেদের সরানো যায়নি। ঘোর সবুজের জমানাতেও লালই বেশি পছন্দ আমরাসোতা এলাকার মানুষের।
advertisement

উল্লেখ্য, চলতি পঞ্চায়েত নির্বাচনে আমরাসোতা দখলের জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল তৃণমূল এবং বিজেপি। তবে তা হয়নি। দিকে দিকে যখন শাসক দলের জয়জয়কার হয়েছে, তখন আমরাসোতা পঞ্চায়েতে নিজেদের জয় ধরে রাখতে পেরেছিল বামেরা। সেই আমরাসোতা পঞ্চায়েতেই হল বামেদের বোর্ড গঠন। নব নির্বাচিত প্রধান বলেছেন, মানুষের ভোটে তারা বোর্ড গঠন করতে পেরেছেন। তাদের প্রাথমিক লক্ষ্য স্থানীয় মানুষের উন্নতি করা। প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে তিনি প্রথমেই নজর দেবেন এলাকার নিকাশি ব্যবস্থার দিকে। পাশাপাশি যাতে ১০০ দিনের কাজের টাকা যাতে স্থানীয়রা পান, সেদিকেও তিনি নজর দেবেন।

advertisement

আরও পড়ুন: কুমোরটুলি থেকে পাঠানো প্রথম শোলার প্রতিমা পুজো হয়েছিল বিদেশে! কোন দেশে জানেন?

আরও পড়ুন: 

View More

প্রসঙ্গত, ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে আমরাসোতা পঞ্চায়েতে গিয়েছে বামেদের দখলে। ক্ষমতায় আসার পর বিগত দুটি পঞ্চায়েত নির্বাচনেও আমরাসোতা পঞ্চায়েত দখল করতে পারেনি তৃণমূল। তৃতীয়বারের পঞ্চায়েত নির্বাচনেও শাসকদলের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। ২০২৩ এর বিপুল সবুজ ঝড়েও অভেদ্য বাম দুর্গ থেকে গিয়েছে আমরাসোতা এলাকা। সেখানেই বোর্ড গঠন করল বামেরা। স্থানীয়দের আশা, গতবারের মত এবারের জয়ী প্রার্থীরা হয়ত দল বদল করে অন্য দলে নাম লেখাবেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bardhaman News: জেলার একমাত্র বাম পরিচালিত পঞ্চায়েত! বোর্ড গঠন করলো CPIM
Open in App
হোম
খবর
ফটো
লোকাল