Knowledge Story: কুমোরটুলি থেকে পাঠানো প্রথম শোলার প্রতিমা পুজো হয়েছিল বিদেশে! কোন দেশে জানেন?
- Published by:Piya Banerjee
- local18
Last Updated:
Knowledge Story: আধুনিকতার দৌলতে এখন বদলেছে অনেক কিছুই। বদলেছে প্রতিমার সাজ, বদলেছে তা তৈরির উপকরণও।
কলকাতা: আজ থেকে প্রায় ৫০ -৫৫ বছর আগের কথা। কলকাতার বিখ্যাত মিষ্টি ব্যবসায়ী ভিম নাগের মেয়ে থাকতেন জার্মানিতে। তাঁর মনে হয় তিনি বিদেশের মাটিতেই দুর্গাপুজো করবেন। যেমন ভাবা তেমন কাজ। সোজা তিনি যোগাযোগ করেন কলকাতার কুমোরটুলিতে প্রখ্যাত মৃৎশিল্পী অমর নাথ ঘোষের সঙ্গে। তখন তো আধুনিকতার এই ছোঁয়া লাগেনি প্রতিমার সাজে। সাবেকিয়ানাই ছিল তার ভূষণ। কিন্তু বিদেশে তো আর মাটির প্রতিমা সহজে পাঠানো যাবে না। তাই শোলার ছোট্ট তিন ফুটের একটি প্রতিমা বানিয়ে দেন অমর নাথ বাবু। সেই থেকেই পথ চলা শুরু। ধীরে ধীরে কুমোরটুলির প্রতিমা পাড়ি দেয় বিদেশের মাটিতে। শুধু জার্মানি নয় আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া,জাপানসহ পৃথিবীর বহু দেশেই প্রবাসী বাঙালিরা মা দুর্গার আরাধনায় মেতে ওঠেন। আর এই সব প্রতিমা যায় কলকাতার এই পটুয়াপাড়া থেকেই।

অমর নাথ বাবুর ছেলে কৌশিক ঘোষ জানান ‘দু এক বছর পুজোর পর আবার তিনি শোলার প্রতিমা পাঠান জার্মানিতে। তবে এবার আর সাদা নয় রঙিন। কিন্তু শোলার উপরে থাকে না রং। সেটা ধূসর হয়ে যায়। তাই শিল্পীর ভাবনায় নতুন করে তিনি রং, মাটি,কাপড় মিশিয়ে রঙিন সাজ বানিয়ে শোলার উপরে বসিয়ে দেন। সেই রঙিন প্রতিমা এরপর থেকে বহু বছর পুজো হয় জার্মানিতে।‘
advertisement
advertisement
শুরু করেছিলেন বাবা! এরপর নতুন প্রজন্ম ছেলের হাত ধরে শুরু হয় বিদেশের মাটিতে বাংলার প্রতিমা যাওয়া। কৌশিক ঘোষের রয়েছে বিদেশে প্রতিমা পাঠানোর লাইসেন্সও। সরকারি নিয়ম কানুন মেনেই চলছে তাঁর এই মৃৎশিল্পের ব্যবসা। করোনাকালে কিছুটা ঘাটতি থাকলেও এ বছর তাঁর ব্যবসা ভালই হয়েছে বলে জানান কৌশিক ঘোষ। এ বছর তাঁর হাতের তৈরি ৩৬ টা প্রতিমা বিদেশে পাড়ি দিচ্ছে। কৌশিক বাবু জানান’ এখন আর তাঁকে বিদেশে প্রতিমা পাঠাতে নতুন করে প্রচার করতে হয় না বা তাঁর কোনও ওয়েবসাইটও নেই। প্রবাসীদের মুখে মুখেই প্রচার পেয়েছে তাঁর শিল্পকলা। ফোনেই তিনি পেয়ে যান এক বছর আগে থেকেই প্রতিমার অর্ডার। সেভাবেই শুরু হয়ে যায় প্রতিমা তৈরির কাজও।
advertisement
আধুনিকতার দৌলতে এখন বদলেছে অনেক কিছুই। বদলেছে প্রতিমার সাজ বদলেছে তার তৈরির উপকরণ। এখন মূলত ফাইবারের মূর্তিই বিদেশে বা ভিন রাজ্যে পাঠান হয়। সহজে ভাঙে না এই মূর্তি আর তার রঙ বা চাকচিক্যও টেকে অনেকদিন। তবে এ বছর থেকে বিদেশের মাটিতেও শুরু হয়ে গেছে থিমের দুর্গা পুজো। তাই কলকাতার পাশাপাশি প্রবাসীরাও মেতে উঠবেন থিমের পুজোয়। নানা থিমের দুর্গা এবার পাড়ি দিচ্ছে মার্কিন মুলুকে বা ব্রিটেনে।
advertisement
পূর্ণেন্দু মণ্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2023 3:18 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Knowledge Story: কুমোরটুলি থেকে পাঠানো প্রথম শোলার প্রতিমা পুজো হয়েছিল বিদেশে! কোন দেশে জানেন?