বাঁশকোপা টোল প্লাজার এক কর্মীর বয়ানে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের কনভয় বাঁশকোপা টোল প্লাজা হয়ে পানাগড়ের দিকে যাচ্ছিল। কনভয়টির একটি গাড়ির বাণিজ্যিক নম্বর ছিল। তাই গাড়িটিকে আটকানো হয়। দেখতে চাওয়া হয় সচিত্র পরিচয় পত্র। আর তখনই হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ওঠেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
আরও পড়ুন: নিজের সার্ভিস রিভলবারের গুলিতে আত্মঘাতী এসএসবি জওয়ান! মানসিক অবসাদ নাকি রয়েছে অন্য কারণ! জানুন
advertisement
তারপরেই গাড়ি থেকে নেমে মারধর করা হয় টোল কর্মীদের। ঘটনার সময় টোল প্লাজায় উপস্থিত কর্মীরা বাধা দিতে গেলে, তারাও আহত হন। সবমিলিয়ে এই ঘটনায় চারজন কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাছাড়া পুরো ঘটনাটি টোল প্লাজায় থাকা সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। কেন হঠাৎ করে এই মারধর এবং এই ঘটনায় কেন ওই কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক বাধা দিলেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি টোল কর্মীরা অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি তুলছেন।
Nayan Ghosh