TRENDING:

Bardhaman News : আদালতে অনুব্রত মণ্ডলকে দেখেই ফুল-মালা নিয়ে ছুট এক ব্যক্তির! অবাক কাণ্ড ঘটালেন ব্যক্তি! জানুন

Last Updated:

Bardhaman News : কিছু বুঝে ওঠার আগেই সটান তিনি পৌঁছে যান অনুব্রত মণ্ডলের কাছে। তারপর? যা ঘটল তা দেখে চমকে গেলেন সকলে! ভিডিওতে দেখুন কী ঘটালেন সেই ব্যক্তি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# পশ্চিম বর্ধমান : পাননি জামিন। কার্যত বিষন্ন মুখে আদালত চত্বর থেকে বেরিয়ে আসছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু হঠাৎ করেই সবার নজর কেড়ে অনুব্রত মণ্ডলের দিকে ছুট দিলেন এক ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই সটান তিনি পৌঁছে যান দাপুটে তৃণমূল নেতার কাছে। তারপর তাঁর হাতে তুলে দেন ফুল ও মিষ্টির প্যাকেট। পরিবর্তে তার মূল্য চোকাতে দেখা গিয়েছে বীরভূমের তৃণমূল নেতাকে। বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, অনুব্রত মণ্ডল যাতে সংশোধনাগারে বসেই পূজার্চনা করতে পারেন, তার জন্যই তৃণমূল নেতার হাতে তুলে দিয়েছেন এই ফুল মিষ্টির প্যাকেট। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম সুকেশ। তিনি বরাকরের বাসিন্দা। নির্বাচনের আগে একটি জনসভায় অনুব্রত মণ্ডলের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। তারপরে এদিন তিনি আসানসোল আদালতে আসেন অনুব্রত মণ্ডলের হাতে ফুল মিষ্টির প্যাকেট তুলে দিতে।
advertisement

প্রসঙ্গত, এদিন ১৪ দিনের হেফাজত শেষে অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল। যদিও এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তার জামিনের আবেদন করেননি। ফলে শুনানি হয়নি। পরবর্তী শুনানি হবে ৯ ডিসেম্বর।

আরও পড়ুন:  এক বেলায় ৫০০ কাপ চা বিক্রি! কী দিয়ে তৈরি হচ্ছে চা? ভিড় সামলানো যাচ্ছে না! জানলে অবাক হবেন

advertisement

অন্যদিকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। দাপুটে তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। যদিও ইডির এই পদক্ষেপের বিরুদ্ধে দিল্লির উচ্চ আদালতে গিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। তবে এসবের মধ্যেই অনুব্রত মণ্ডল প্রায় তিন মাসের বেশি সময় ধরে আসানসোলের বিশেষ সংশোধনাগারে বন্দি রয়েছেন। সেখানেই চলছে তার জীবন। তিনি যাতে সংশোধনাগারে বসেই পুজো করতে পারেন, তার জন্যই এদিন ওই তৃণমূল সমর্থক সুকেশ কুমার, অনুব্রত মণ্ডলের হাতে তুলে দিয়েছেন ফুল এবং লাড্ডুর প্যাকেট।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bardhaman News : আদালতে অনুব্রত মণ্ডলকে দেখেই ফুল-মালা নিয়ে ছুট এক ব্যক্তির! অবাক কাণ্ড ঘটালেন ব্যক্তি! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল