প্রসঙ্গত, এদিন ১৪ দিনের হেফাজত শেষে অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল। যদিও এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তার জামিনের আবেদন করেননি। ফলে শুনানি হয়নি। পরবর্তী শুনানি হবে ৯ ডিসেম্বর।
আরও পড়ুন: এক বেলায় ৫০০ কাপ চা বিক্রি! কী দিয়ে তৈরি হচ্ছে চা? ভিড় সামলানো যাচ্ছে না! জানলে অবাক হবেন
advertisement
অন্যদিকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। দাপুটে তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। যদিও ইডির এই পদক্ষেপের বিরুদ্ধে দিল্লির উচ্চ আদালতে গিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। তবে এসবের মধ্যেই অনুব্রত মণ্ডল প্রায় তিন মাসের বেশি সময় ধরে আসানসোলের বিশেষ সংশোধনাগারে বন্দি রয়েছেন। সেখানেই চলছে তার জীবন। তিনি যাতে সংশোধনাগারে বসেই পুজো করতে পারেন, তার জন্যই এদিন ওই তৃণমূল সমর্থক সুকেশ কুমার, অনুব্রত মণ্ডলের হাতে তুলে দিয়েছেন ফুল এবং লাড্ডুর প্যাকেট।
Nayan Ghosh