তারা অভিযোগ তুলেছেন, পুজোর আগে তাদের কোনও বোনাস দেওয়া হয়নি। টোল প্লাজায় বিভিন্ন স্তরে কর্মরত কোনও কর্মীকেই পুজোর আগে বোনাস দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তারা। প্রসঙ্গত, বাঁশকোপা টোল প্লাজায় প্রায় ৩০০ জন কর্মী রয়েছেন কর্মরত অবস্থায়। কিন্তু তাদের পুজোর আগে বোনাস দেওয়া হয়নি। ফলে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। টোল কর্মীদের অভিযোগ, বারবার আবেদন জানিয়েও কোনও রকম ফল মেলেনি। আগের প্রজেক্ট ম্যানেজার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও, তার জায়গায় অন্য একজন দায়িত্ব নিয়ে এসেছেন।
advertisement
আরও পড়ুনঃ এক বেতনে দুই প্রকল্পের কাজ! পুজোর মুখে বিক্ষোভ সাফাই কর্মীদের
ফলে আশ্বাস মিললেও সমস্যার সমাধান হয়নি এখনও পর্যন্ত। সেজন্যই তারা পুজোর আগে বোনাসের দাবিতে সামিল হয়েছেন। তবে টোল প্লাজার এক আধিকারিক তথা বর্তমান প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন, টোল কর্মীদের প্রত্যেক মাসের বেতনের সঙ্গে তাদের বোনাস দিয়ে দেওয়া হয়। বিষয়টি তাদের পে স্লিপ দেখলেই স্পষ্ট হয়ে যাবে। যদিও এই তত্ত্ব মানতে নারাজ টোল কর্মীরা। তাই তারা পুজোর আগে বোনাসের দাবি নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন।
Nayan Ghosh